Nadia : বেহাল অবস্থায় নদীয়ার মেডিকেল হাসপাতাল
Nadia : বেহাল অবস্থায় নদীয়ার মেডিকেল হাসপাতাল
বেহাল অবস্থায় নদীয়ার মেডিকেল হাসপাতাল
নামেই জেলার মেডিকেল হাসপাতাল। অপরিচ্ছন্নতার কারণে সেই মেডিকেল হাসপাতালই ডেঙ্গির আতুর ঘর। এমনটাই অভিযোগ রোগীর পরিবারের।
নদীয়ার কল্যাণীর জহরলাল নেহরু মেডিকেল হাসপাতালের ঘটনা। হাসপাতালের ভেতরে ঢুকতে গেলেই দেখা যাবে পড়ে আছে যত্রতত্র আবর্জনা ও জমা জল। এক অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে অপেক্ষাকৃতভাবে বসে থাকতে হচ্ছে রোগীর পরিবারের সদস্যদের।
একদিকে ডেঙ্গি প্রতিরোধের জন্য ঘুম উড়েছে স্বাস্থ্য দপ্তরের, তখনই ডেঙ্গি প্রতিরোধে উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ।
একাধিক রোগী পরিবারের সদস্যদের অভিযোগ, গোটা মেডিকেল হাসপাতাল চত্বর ভরে গেছে জলা জঙ্গলে, আর সেখান থেকেই বাড়ছে মশার উপদ্রব। হাসপাতালের শৌচালয় গুলির এতটাই ভগ্ন দশা যে ব্যবহারের যোগ্য নয়, আর দুর্গন্ধে ভেতরে করা যায় না প্রবেশ। যদিও রোগীরা ভর্তি থাকার কারণে অব্যবস্থার মধ্যেই হাসপাতালে রাত্রি বাস করতে হয় পরিবারদের।
এখন দেখার বিষয়, হাসপাতালের পরিকাঠামো নিয়ে কি ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ ! নাকি এভাবেই অব্যবস্থার মধ্যে দিয়ে পরিচালন হবে মেডিকেল হাসপাতাল।
#nadianews #nadia #kolkatanewslive #westbengalnews #breakingnews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?