Nadia : পুলিশকে আক্রমণ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের

Nadia : পুলিশকে আক্রমণ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের

Jul 11, 2023 - 13:25
 0  3

গত ৮ তারিখের নির্বাচনে পুলিশকে বেধরক মার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। অভিযোগ ছাপ্পা না দিতে পেরে ই এই আক্রমণ। পুলিশকে মারের ছবি ভাইরাল হতে নিন্দা রাজনৈতিক মহলে। এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার ৭ জন। ঘটনাটি নদীয়ার গাংনাপুর থানার মাঝেরগ্রাম পোড়াবাড়ি এলাকার। জানা যায় গত ৮ তারিখে পঞ্চায়েত নির্বাচনে দুইজন কলকাতা কনস্টেবল ভোট নিরাপত্তার দায়িত্বে আসেন পোড়াবাড়ি এলাকার একটি বুথে। সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোট চলছিল এলাকায়। কিন্তু বেলা বাড়লে ২০১৮ পুনরাবৃত্তি করতে যাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। চেষ্টা চালাই অবাধে ছাপ্পা মারার। কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়ায় ওই দুই কনস্টেবল। ছাপ্পা দাবার প্রতিবাদ করতেই আচমকা ঘিরে ধরে কুড়ি থেকে ত্রিশ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কার্যত বুথের ভেতর থেকে তাদের বাইরে বের করে নিয়ে আসা হয়। এরপরেই লাঠি বাঁশ দিয়ে চলে আক্রমণ। ঘটনাস চলছে রে একজন পুলিশ কর্মী পালিয়ে যেতে পারলেও বাকি একজনকে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয় রাজনৈতিক তরজা। নিন্দার ঝড় উঠে প্রতিটি মহল থেকেই। ভিডিও ভাইরাল হতেই গাংনাপুর থানার তরফে সাতজন অভিযুক্তকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়। এ বিষয়ে রানাঘাট দক্ষিণের বিজেপি জেলা সভাপতি পার্থসারথি চ্যাটার্জি বলেন, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই গোটা রাজ্য জুড়ে সন্ত্রাস শুরু হয়েছে। আমরা বারবার বলেছি কেন্দ্র বাহিনী ছাড়া সুস্থ ভাবে ভোট হতে পারে না। যেখানে রাজ্য পুলিশ নিজেদেরই নিরাপত্তা নেই সেখানে মানুষকে কিভাবে নিরাপত্তা দেবে। যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে সেখানে সুস্থ হবে নির্বাচন সম্পন্ন হয়েছে। গাংনাপুর থানার মাঝেরপাড়া পোড়া বাড়িতে যে ঘটনা ঘটেছে তার আমরা তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে নদীয়া দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক দেবাঞ্জন গুহ ঠাকুরতা বলেন, পুলিশের উপর যে আক্রমণ ঘটেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুনেছি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে পুলিশ কর্মীদের আক্রমণ করা হচ্ছে। #breakingnews #newstoday #banglanews #nadianews #westbengal  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow