Darjeeling : কেন্দ্রে ব্যলট বাক্স পাঠানোর কাজের তোরজোর শুরু

Darjeeling : কেন্দ্রে ব্যলট বাক্স পাঠানোর কাজের তোরজোর শুরু

Jul 7, 2023 - 15:09
Jul 7, 2023 - 15:52
 0  4

পাহাড়ে ২২ বছর পর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আগামীকাল ৮ জুলাই সমতলের পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন। সেই লক্ষ্যে আজ শুক্রবার পাহাড়ের বিভিন্ন এলাকায় নির্বাচনের জন্য ব্যালট পাঠানো হচ্ছে। এই বছর দার্জিলিং জেলার ৭০টি গ্রাম পঞ্চায়েতের ৫৯৮টি আসনে দ্বি-স্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারী হিসাব অনুযায়ী ১ জানুয়ারী ২০২৩ দার্জিলিং জেলায় ৩ লক্ষ ৮৭ হাজার ৯৫২জন ভোটার রয়েছেন। তবে কয়েকটি গ্রাম পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দীতায় অনিত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দল জয়লাভ করায় বর্তমানে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ৫০১ টি আসনে প্রতিদ্বন্দীতা হবে। এই ৫০১ টি আসনে মোট প্রার্থীর সংখ্যা ১৫৭৬ জন। অন্যদিকে ১৫৬ টি পঞ্চায়েত সমিতি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৪২৮ জন। মুলত দার্জিলিং জেলায় মোট ব্লক পাঁচটি ১/ দার্জিলিং পুলবাজার ২/ জোরেবাংলো সুখিয়া ৩/ কার্শিয়াং ৪/ রংলি রিংলিলট এবং মিরিক #breakingnews #newstoday #darjeeling #panchayatelection #today_breaking_news #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow