Nadia: পাচারের সময় বিএসএফের বাধ |
Nadia: পাচারের সময় বিএসএফের বাধ |
সীমান্তে গরু পাচারের সময় বিএসএফের বাধা। বোমা বাজি পাচারকারীদের তরফে পাল্টা গুলি চালাই বিএসএফ। গুলি লেগে আহত একাধিক গরু পাচারকারী। ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলা থানার ইচ্ছামতি বর্ডার পোস্ট সীমান্ত এলাকায়। ঘটনার পর ঘটনাস্থল ঘুরে দেখলেন BSF এর কৃষ্ণনগর রেঞ্জের DIG সঞ্জয় কুমার। প্রসঙ্গত শুক্রবার ভোর রাতে ধানতলা থানার দত্তপুলিয়ায় ফেন্সিং না থাকার সুযোগ কে কাজে লাগিয়ে ইছামতী নদীর ব্রিজের নিচ দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রায় 6 থেকে 10 টি গরু পাচার করার চেষ্টা করছিল গরু পাচারকারীরা। অভিযোগ, BSF জওয়ানরা গরু পাচারকারীদের আটকাতে গেলে পাচারকারীরা BSF কে লক্ষ করে পাথর ও বোমা ছোড়ে। পরে BSF কাউন্টার ফায়ার করলে বেশ কয়েকজন গরু পাচারকারী আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশ পালিয়ে গেলেও ধরা পড়ে যায় এক গরু পাচারকারী #newstoday #newsvideo #current_affairs #nadia #nadiadnews @ubanglatvofficial
What's Your Reaction?