Nadia : পথের সাথী প্রকল্প : U Bangla TV
Nadia : পথের সাথী প্রকল্প : U Bangla TV
রাজ্যের মানুষের অসুবিধার কথা মাথায় রেখে, রাজ্যের মুখ্যমন্ত্রী চালু করেছিলেন পথের সাথী প্রকল্প । আর সেই প্রকল্পের আওতায় রাজ্য সড়কের পাশে, বা বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছিল পথের সাথী আবাসন। এবার সেই পথের সাথী আবাসন জঙ্গল ও জঞ্জালেরস্তূপে ভ্রুক্ষেপ নেই স্থানীয় প্রশাসনের । আর তাতেই অবহেলায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি । সেরকমই নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাইপাস মোড়ের কাছেই রাজ্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছিল পথের সাথী আবাসন। বর্তমানে সেই আবাসন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে ।মানুষজনের আনাগোনা নেই, নেই পরিচর্যা। কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি দিনের পর দিন পরে হচ্ছে নষ্ট । #nadia #nadianews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?