Siliguri : গাড়ি ভাড়া নিয়ে হয়রানি কমাতেই এবার উদ্যোগ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা
শিলিগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে চার্টার্ড বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন এই বাসে ৮০০০ টাকা দিলেই ভাড়া পাওয়া যাবে এবং শিলিগুড়ি থেকে ছেড়ে একেবারে দার্জিলিং এ গিয়ে পৌঁছবে এবং বাসে পর্যটকদের আরামদায়ক সবরকম ব্যবস্থা করা হচ্ছে। তবে এই বাসটি ১২ জন যাত্রী নিয়ে যাবে না যদি কোনো যাত্রী কুড়িটি সিটের জন্য ৮০০০ টাকা দিয়ে বুক করে তাহলে সে নিতে পারবে ।এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন পর্যটকদের হয়রানি কমাতেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা যে উদ্যোগ নিয়েছে তাতেই উত্তরবঙ্গের এই অঞ্চলের পর্যটনের ক্ষেত্রে নতুন একটি দিক উন্মোচিত হলো এতে পর্যটকরা অনেকটা স্বস্তিতে । তাদের ঘোরার জায়গা যেতে পারবেন সেই সঙ্গে পর্যটনের ও প্রসার ঘটবে এদিকে পরিবহন সংস্থা সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে পাঁচটি বাস নিয়ে পরিষেবা শুরু হলেও আগামীতে আরও বাস এখানে বাড়ানো হবে এবং সাতটি পর্যটন কেন্দ্রকে ধরে নিয়ে তারা এই পরিকল্পনা নিয়েছে। #youtube #siliguri #siligurinews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?