Nadia : নদী তীরবর্তী মৎস্যজীবীদের জীবন কথা | U Bangla TV

Nadia : নদী তীরবর্তী মৎস্যজীবীদের জীবন কথা | U Bangla TV

Jun 29, 2024 - 17:33
 0  7

এক অনন্য সৌন্দর্যময় জায়গা গবারচর, এখানে বসবাসকারী বলতে মৎস্যজীবীরা।
এনাদের মধ্যেই একজন,
বয়সটা ৮০ ,নেই চোখে চশমা।  পেশা মৎস্যজীবী। সারাদিন নদীতে মাছ ধরা আর অবসর সময়ে সরু লাইলনের সুতো দিয়ে তৈরি করেন মাছ ধরার জাল। এটিই নিত্যদিনের জীবন  ৮০ বছর বয়সী সুবোধ সরকারের। নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ২ নম্বর পঞ্চায়েতের গভরচর এলাকার নদী তীরবর্তী এলাকায় প্রায় দুই হাজার পরিবারের বসবাস। কমবেশি প্রত্যেকেই মৎস্যজীবীর কাজের সাথে যুক্ত। বলা যেতেই পারে ৮ থেকে ৮০ প্রত্যেকেই এই কাজ করেন। কেউ বাড়িতে বুনছেন মাছ ধরার জাল ,কেউ আবার নৌকা নিয়ে সারাদিন নদী থেকে মাছ ধরছেন,  মাত্র ৮ বছর বয়সেই পরিবারের দায়িত্ব এসে পরে সুবোধ সরকারের। তারপর থেকেই মৎস্যজীবীর কর্মজীবন শুরু, বাড়িতে রয়েছে নাতি-নাতনি দুই ছেলে, তবুও এখনো অনটন যায়নি সংসারে। বার্ধক্য জনিত কারণে এখন আর তিনি নদীতে মাছ ধরতে যেতে পারেন না। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow