Nadia : অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হল অমৃত ভারত প্রকল্পাধিন : U Bangla TV
Nadia : অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হল অমৃত ভারত প্রকল্পাধিন : U Bangla TV
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গৃহীত হয়েছে অমৃত মহোৎসব । গুরুত্বপূর্ণ রেল দপ্তরের সেই উদ্দেশ্যকে সফল করে তোলার লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার মধ্যে সারা দেশে ৫২২টি রেলওয়ে স্টেশন অত্যাধুনিক এবং আন্তর্জাতিক মানের করে তোলা। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে। নদীয়ায় ওই প্রকল্পাধীন শান্তিপুর বেথুয়া এবং নবদ্বীপ ধাম অন্তর্ভুক্তি লাভ করলেও কল্যাণী রানাঘাট সীমান্তবর্তী গেদে এ ধরনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন অমৃত ভারত প্রকল্পে অন্তর্ভুক্তি ছিল না। তবে প্রয়োজন ভিত্তিক সেই সমস্ত রেলওয়ে স্টেশনও আধুনিকীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় পূর্ব রেল। সোমবার পশ্চিমবঙ্গের কল্যাণী এবং সীমান্তবর্তী গেদে রেলওয়ে স্টেশন দিল্লির রেল ভবন থেকে আধুনিকীকরণের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশ সীমান্ত এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট তপশিলি কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার, কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশীষ বিশ্বাস এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকগণ। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে ১৮.০৫ কোটি টাকা মঞ্জুর হয়েছে শুধুমাত্র গেদে রেলওয়ে স্টেশন আধুনিককরণের কাজে। রানাঘাট অমৃত ভারত প্রকল্পাধিন করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করলেও তা এখনো পর্যন্ত সম্ভব হয়নি এই নিয়ে উষ্মা প্রকাশ করেন সাংসদ। #nadia #nadianews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?