Murshidabad : সিভিক ভলেন্টিয়ারের মানবিকতায় হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরে পেলেন যুবক : U Bangla TV
Murshidabad : সিভিক ভলেন্টিয়ারের মানবিকতায় হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরে পেলেন যুবক : U Bangla TV
সিভিক ভলেন্টিয়ারের মানবিকতায় হারিয়ে যাওয়া মানিব্যাগ ফিরে পেলেন যুবক। মঙ্গলবারের এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার কান্দি সালার রাজ্য সড়কের ভরতপুর ডাঙ্গাপাড়া বেসরকারি অনুষ্ঠান বাড়ির সামনে ঘটে । এদিন হারিয়ে যাওয়া মানিব্যাগটি ভরতপুর থানার এ এস আই অশোক কুমার প্রসাদ ওই যুবকের হাতে তুলে দেয়। ফলে চরম খুশি ভরতপুর হাসপাতাল পাড়ার বাসিন্দা রাজ সেখ নামের যুবকটি। জানা গেছে, গত সোমবার বিকেলে ওই যুবক তার ব্যক্তিগত বিশেষ কাজের জন্য মোটর বাইকে করে কান্দি গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন তার পকেটে থাকা মানিব্যাগটি কোথাও পড়ে গেছে। ফলে দুশ্চিন্তায় পড়ে যায় ওই যুবক। কারণ কর্মসূত্রে ওই যুবক আরবে ছিলেন। মাস তিনেক হল বাড়ি ফিরেছেন। আরবের গুরুত্বপূর্ণ কাগজপত্র ওই মানিব্যাগেই রাখা ছিল।মঙ্গলবার সকালে ভরতপুর থানার মিঠুন গোস্বামী নামে এক সিভিক ভলেন্টিয়ার, আলুগ্রাম থেকে ডিউটিতে যোগ দিতে মোটর বাইকে করে ভরতপুর থানায় আসছিলো। ওই সময় তার নজরে পড়ে রাস্তার ধারে মানিব্যাগটি পড়ে আছে। সঙ্গে সঙ্গে মোটর বাইক থেকে নেমে ওই মানিব্যাগটি সংগ্রহ করে নিয়ে এসে ভরতপুর থানায় জমা দেয়। জানা যায় ওই যুবকের মানিব্যাগে কিছু টাকা এবং প্রয়োজনীয় নথি ছিল। ভরতপুর থানার অন্য এক সিভিক ভলেন্টিয়ার নাসিম সেখ ওরফে সম্রাট সেগুলি দেখে সনাক্ত করতে পারে যে ওই মানিব্যাগটির প্রকৃত দাবিদার কে ? কারণ ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়ি হারিয়ে যাওয়া মানিব্যাগটির মালিক রাজ সেখের পাড়ায়। ভরতপুর থানার ওসি সুরোজ সরকারের নির্দেশে,এদিন বেলা এগারোটা নাগাদ ভরতপুর থানার কন্ট্রোল রুম থেকে যুবককে ফোন করে ডেকে পাঠিয়ে, হারিয়ে যাওয়া মানিব্যাগটি তার হাতে তুলে দেওয়া হয়। এমন ঘটনায় এলাকায় নজীর তৈরি হয়েছে। এবিষয়ে কে কি বললেন শুনুন। #murshidabad #murshidabadnews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?