Murshidabad | মৃৎ শিল্পীদের আতুঁরঘর বলেই পরিচিত কাঁঠালিয়া গ্ৰাম | U Bangla TV

Murshidabad | মৃৎ শিল্পীদের আতুঁরঘর বলেই পরিচিত কাঁঠালিয়া গ্ৰাম | U Bangla TV

Nov 12, 2023 - 14:13
 0  4

আজও এই বাংলায় বেশকিছু গ্রাম আছে যা আদতে মৃৎ শিল্পীদের আতুঁরঘর বলেই পরিচিত। ঠিক তেমনি একটি গ্ৰাম মুর্শিদাবাদ জেলার বহরমপুর  থানার কাঁঠালিয়া গ্ৰাম।

এই গ্ৰামে বসবাস কারি প্রায় সারে তিনশো পরিবারের সকলেই যুক্ত মাটির তৈরী হাতের কাজের সঙ্গে, 

এক কথায় এই এলাকার প্রতিটা বাড়িরর'ই আয়- এর প্রধান ভরসা বলতে মাটির তৈরী বিভিন্ন এই সব দ্রব্য গুলিই,

 নিজেদের হাতের ছোঁয়াতেই কেও তৈরি করছেন চায়ের ভাঁর তো কেও দইয়ের ভাঁর, আবার কোনো বাড়িতে হচ্ছে প্রদীপ- ধুপচি -ঘট মালসা!! 

আর বর্তমান সময়ে চলছে বাঙালি পুজোর আমেজ। তাই এখন এক কথায় নাওয়া খাওয়া ভুলে নিজেদের কাজেই ব্যস্ত কাঁঠালিয়া গ্রামের মৃৎশিল্পীরা করোনার কারণে পর পর কয়েকটি বছর চাহিদা কম থাকলেও বর্তমান বছরে মৃৎ শিল্পীদের মুখে হাসি ফুটেছে বলেই অভিমত তাদের 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow