Siliguri : প্রতারণার অভিযোগে গ্রেফতার : U Bangla TV
Siliguri : প্রতারণার অভিযোগে গ্রেফতার : U Bangla TV
ব্যাঙ্কের থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তিকে প্রতারণা করার অভিযোগে কোচবিহার থেকে সনৎ তালুকদার নামে একজনকে গ্রেপ্তার করল পানিট্যাংকি ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, জলপাইগুড়ির বাসিন্দা শ্যামল সরকার শিলিগুড়ির একটি ব্যাঙ্ক থেকে দু লক্ষ টাকা লোন নিয়েছিলেন গত বছর। অভিযুক্ত সনৎ তালুকদার ওই ব্যাঙ্কেরই কর্মী ছিলেন। ২ লক্ষ টাকা লোনের মধ্যে এক লক্ষ টাকা ব্যাংকে শোধ করে দিয়েছিলেন শ্যামল পরবর্তীতে তার আরও তিন লক্ষ টাকা লোনের প্রয়োজন হলে তিনি অভিযুক্ত সঙ্গে যোগাযোগ করেন। সে জানায় তার বাকি লোনের এক লক্ষ টাকা মিটিয়ে পরবর্তীতে সে আরও তিন লক্ষ টাকা লোন পাবে। সেই মতো শ্যামল সরকার বাকি এক লক্ষ টাকা ব্যাঙ্কের কর্মী অভিযুক্ত সনৎকে দেয়। তবে সনৎ সেই টাকা ব্যাংকে জমা না করে নিজের একাউন্টে দিয়ে দেয় এবং শ্যামল সরকারকে আরো তিন লক্ষ টাকার লোন করিয়ে দেয়। পরবর্তীতে যখন শ্যামল বাবু জানতে পারেন তার টাকা ব্যাংক একাউন্টে জমা পড়েনি তিনি গত বছর সেপ্টেম্বর মাসের ২২ তারিখে পানি ট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার রাতে কোচবিহার থেকেই অভিযুক্ত সনৎ তালুকদারকে গ্রেফতার করে শুক্রবার রিমান্ডের আবেদন জানিয়ে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। #siliguri #siligurinews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?