Assam : ভারত স্বাক্ষর অভিযানে দুদিনের কার্যসূচী : U Bangla TV

Assam : ভারত স্বাক্ষর অভিযানে দুদিনের কার্যসূচী : U Bangla TV

Mar 7, 2024 - 18:48
 0  11

আগমনী মেয়েদের মধ্যে ইংরাজি বিদ্যালয় নবভারত সাক্ষ্য অভিযান ২০২২ থেকে ২০২৭ এর অধীনে দুদিনের কর্মসূচী গ্রহণ হল । এই কর্মসূচির উদ্দেশ্য হলো ১৫ বছর থেকে এবং তার ঊর্ধ্বে Non Literate মানুষগুলোকে বেছে তাদের শিক্ষা দেওয়া। এবার টার্গেট হয়েছে 29054 জন মানুষকে বেছে নেওয়া। ইতিমধ্যে ৮ হাজার সার্ভে হয়েছে । এর ভিতরে ৩ হাজার আগমনী ব্লকের সার্ভে হয়েছে বলে জানতে পারা গেছে। এই অনুষ্ঠানের প্রথম কর্মসূচি হচ্ছে জরুরী কালীন লোকদের বেছে নেওয়া। ধুবড়ি জেলাতে মোট জরুরী কালীন বেছে নেওয়া লোকেরা হলো 581 জনের মধ্যে আগমনীর 76 জন। আগমনীর মোট Non Literate সংখ্যা হয়েছে 7900 ভিতরে জারি করা 3098 জন । এই 3098 জনের বিপরীতে 310 জন স্বেচ্ছাসেবককে বেছে নেওয়া হয়েছে। এর সম্পূর্ণ কর্মসূচি অনলাইনে করা হয়েছে। প্রতিজন স্বেচ্ছাসেবক কে তার অঞ্চলে ১০ জন Non Literate রা স্বাক্ষর করবে। এ উপলক্ষে ইতিমধ্যে-- স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণে ১০ জন প্রশিক্ষণ শিক্ষক উপস্থিত থাকে এবং সঙ্গে স্বেচ্ছাসেবক উপস্থিত থাকে 125 জন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন জেলা পর্যায়ের আধিকারিক সুদূর কুমার দত্ত এবং প্রশিক্ষণের মূল ব্যক্তিরাও এদিন উপস্থিত থাকেন।

 #assam #assamesenews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow