Murshidabad : গেরুয়া বস্ত্র কাঁধে ব্যাগ ও হাতে বজরঙ্গবলী কে নিয়ে রামন্দিরের পথে : U Bangla TV
Murshidabad : গেরুয়া বস্ত্র কাঁধে ব্যাগ ও হাতে বজরঙ্গবলী কে নিয়ে রামন্দিরের পথে : U Bangla TV
বজরংবলীর কাছে সংকল্প ছিল আগে থেকেই কিন্তু বছর খানেক থেকেই বিভিন্ন জটিলতার কারণে মিলছিলো না অনুমোদন কিন্তু তাকে কি?একটু দেরি হয়ে গেলেও,পড়নে গেরুয়া বস্ত্র, কাঁধে ব্যাগ ও হাতে বজরঙ্গবলী কে নিয়ে ৮০০ কিলোমিটার রাস্তা খালি পায়ে হেঁটেই অযধ্যার রাম মন্দিরের উদ্দেশে রওনা দিলেন মুর্শিদাবাদের যুবক বিসম্বর।তার কথাই দৃঘ এই যাত্রা পথে কোনো রাজনৈতিক প্রচার তিনি করবেন না তবে প্রতিনিয়ত বর্তমানে সমাজের অবক্ষয়ের বারবারুন্ত যে ভাবে হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে তার জন্যোই সনাতন ধর্মের প্রচার ও হিন্দু ধর্মের প্রধান দেবতা রামচন্দ্রের জন্মস্থানে বজরঙ্গবলী কে নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করাই মূল উদ্দেশ্য তার এই যাত্রা পথের বলেই জানিয়েছেন তিনি, এদিন তিনি বহরমপুর কান্দি রাজ্য সড়ক ধরে এসে কান্দি সাঁইথিয়া রাজ্য সড়ক ধরে রামন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন #murshidabad #murshidabadnews #rammandir #newstoday #breakingnews @ubanglatvofficial
What's Your Reaction?