Murshidabad : গান স্যালুট দিয়ে শেষকৃত্য সম্পন্ন হল বিএসএফ জাওয়ান জালালউদ্দিন সেখের
Murshidabad : গান স্যালুট দিয়ে শেষকৃত্য সম্পন্ন হল বিএসএফ জাওয়ান জালালউদ্দিন সেখের
গান স্যালুট দিয়ে শেষকৃত্য সম্পন্ন হল নিহত বিএসএফ জাওয়ানের। রাজস্থানের ৮৩ নং ব্যটালিয়ানের বিএসএফ জাওয়ানরা মধ্যরাত্রেই নিহত জাওয়ান জালালউদ্দিন সেখের উদ্দেশ্যে গান স্যালুট দিয়ে সম্মান জানালেন। বিএসএফ-এ হেড কন্সস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। উপস্থিত ছিলেন ব্যাটালিয়ানের উচ্চপদস্থ আধিকারিক।
পরিবার সূত্রে খবর, মানসিক অবসাদপূর্ণ ব্যক্তিকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল বিএসএফ জওয়ানের। ছুটিতে এসেছিলেন ঈদ-উদ-জোহার আগে। ৯ জুলাই বড়ঞার সাবলপুর এলাকায় ঘটে দূর্ঘটনাটি। বড়ঞা থানার একঘরিয়া এলাকায় ওনার শ্বশুরবাড়ী। সেখানেই যাচ্ছিলেন স্ত্রীকে নিয়ে মোটরবাইকে। যাওয়ার সময় রাজ্য সড়কে হঠাৎই গাড়ীর সামনে এক মানসিক অবসাদপূর্ণ ব্যক্তি চলে আসায় দূর্ঘটনার কবলে পড়েন দম্পতি। গুরুতর আহত হন দুজনেই। স্ত্রী ভর্তি ছিলেন কান্দি হাসপাতালে। জওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওনাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে কলকাতার নিউরো সাইন্সে পাঠানো হলেও, চিকিৎসাধীন অবস্থায় ওনার মৃত্যু হয় মঙ্গলবার রাত্রে। নিহতের জওয়ানের নাম জালালউদ্দিন সেখ। ১৯৯৪ সাল থেকে বিএসএফ-এ কর্মরত। হেড কন্সস্টেবল পদে ছিলেন তিনি । বুধবার মধ্যরাতে ওনার নিথর দেহ নিয়ে আসা হয় বালিয়া হাট গ্রামে ওনার বাড়ীতে। পরিবারে নেমে আসে শোকের ছায়া। পুরো গ্রাম জেগে বসে থাকে শেষবারের মত নিহত জাওয়ানকে দেখার জন্য। কফিন বন্দি দেহ বাড়ীতে পৌঁছাতেই সকলে ভিড় করেন। কান্নায় ভেঙে পড়ে পরিবার ও গ্রামের মানুষজন। ৮৩ নং ব্যাটেলিয়ানের পক্ষ থেকে গান স্যালুট দেওয়া হয় মধ্যরাত্রেই।
নিহত জাওয়ানের স্ত্রী পাপিয়া ইয়াসমিন জানান, এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাড়ীর সামনে চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে এমন ঘটনা ঘটে। শোকাচ্ছন্ন রয়েছেন তিনি। ওনাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গ্রামবাসীদের কথায়, তিনি অত্যন্ত মিষ্টভাষী এবং ভালো প্রকৃতির মানুষ ছিলেন। সকলের পাশে দাঁড়াতেন বিপদের সময়। #newstoday #banglanews #breakingnews #newslive #murshidabad #westbengal @ubanglatvofficial
What's Your Reaction?