Murshidabad : খরগ্রামে কংগ্রেস কর্মীর ওপর শুট আউটের ঘটনায় অভিযোগ দায়ের |
Murshidabad : খরগ্রামে কংগ্রেস কর্মীর ওপর শুট আউটের ঘটনায় অভিযোগ দায়ের |
খড়গ্ৰামে কংগ্রেস কর্মী শুট আউট এর ঘটনায় মোট ১৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খড়গ্রাম থানায় অভিযুক্তের তালিকায় রয়েছে তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে একাধিক তৃণমূল নেতা ও কর্মীদের নাম। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত নেমে খড়গ্রাম থানার পুলিশ ঘটনার দুই অভিযুক্তকে গ্রেফতার করে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ কান্দি মহকুমা পাঠিয়েছে খরগ্রাম থানার পুলিশ। পাশাপাশি বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন। খরগ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হওয়ার কংগ্রেস কর্মীর পরিবার ও আহত কংগ্রেসকর্মীদের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শনিবার সকাল সাড়ে দশটার সময় কান্দি মহকুমা হাসপাতালে এসে মৃত কংগ্রেস কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী নির্বাচনের নামে প্রহসন চলছে বলে প্রশাসনকে কড়া ভাষায় জানান দেয়।
#newstoday #newsvideo #curentaffairs #murshidabad @ubanglatvofficial
What's Your Reaction?