Murshidabad : একটি অতি প্রাচীন ও পুরাতন মন্দির হলো ব্যাসপুর শিব মন্দির : U Bangla TV
Murshidabad : একটি অতি প্রাচীন ও পুরাতন মন্দির হলো ব্যাসপুর শিব মন্দির : U Bangla TV
মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের অপর একটি অতি প্রাচীন ও পুরাতন মন্দির হলো ব্যাসপুর শিব মন্দির। কাশিমবাজারের ব্যাসপুরে অবস্থিত এই বিখ্যাত শিব মন্দির। কথিত রয়েছে যে পণ্ডিত রামকেশব দেবশর্মন ১৮১১ সালে এই মন্দির তৈরি করেন। এই মন্দিরটির স্থাপত্য শৈলী খুব সুন্দর। এরকম উচু মন্দির এখানে আর একটিও নেই। অনেকের মতে আবার রাণী ভবানীর তৈরি বরানগরের মন্দির থেকে অনুপ্রাণিত হয়েই এ মন্দির তৈরি হয়েছে। সময়ের সাথে সাথে এই মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়ে । ১৯১৮ সালে মুর্শিদাবাদের লালগোলার মহারাজা যোগীন্দ্র নারায়ণ রায় বাহাদুর এই মন্দিরের সংস্কার করেন। তখন এই মন্দিরের সংস্কারের তত্ত্বাবধানে ছিলেন আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা রায়বাহাদুর বৈকুণ্ঠ নাথ সেন। ১৯৯৫ সালে মহারাষ্ট্রের অমিত কুমার ভোঁসলে আবারও এই মন্দিরের সংস্কার করেন। মন্দিরটি বিভিন্ন স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি। মন্দিরে কার্নিশসহ চালা,পদ্মফুলের আট পাপড়ি এবং মন্দিরে আট কোণ যুক্ত চূড়া আছে। মন্দিরের চুড়ায় কলস ও ত্রিশূল আছে। যা উল্টো পদ্মের মতো দেখতে। মন্দিরের গায়ে দুর্গা, কালী, রাধামাধব, গণেশ ,সিংহ, হাতি, সর্প ইত্যাদি অঙ্কিত মন্দিরের প্রবেশ পথে । মন্দিরের গায়ে রাম-রাবণের যুদ্ধ, কৃষ্ণলীলা, বিষ্ণুর দশাবতার, মহিষাসুরমর্দিনী,ফুল, লতাপাতা আঁকা। মন্দির সংস্কারের ফলে টেরাকোটার কিছুটা ক্ষতি হয়েছে। এই মন্দিরের উচ্চতা ৫৭ ফুট। মন্দিরের গর্ভগৃহে আছে কষ্টিপাথরের শিবলিঙ্গ। যার নাম ব্যাস দেব। এই শিবলিঙ্গের উচ্চতা ৫ ফুট।সাম্প্রতিক কালে মন্দিরটির সোন্দর্যায়নে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে । মন্দিরের প্রবেশ পথের পাশেই তৈরি করা হয়েছে বিশাল "হরগৌরীর" মূর্তি,। প্রধান মন্দিরের সম্মুখে তৈরি হয়েছে বিশাল "নাট মন্দির"।এখানে শিবরাত্রি উপলক্ষে চলে চার দিনব্যাপী উৎসব ও নরনারায়ণ সেবা, সেই প্রস্তুতির ছবি ধরা পরল আজ আমাদের ক্যামেরায়। বহু দূর দুরান্ত থেকে ভক্তের সমাগম হয় এই মন্দিরে। এই মন্দিরের উৎসব আজ থেকেই শুরু হচ্ছে বলেই জানিয়েছেন মন্দির কমিটির সদস্যবৃন্দরা। #newstoday #news #murshidabad #murshidabadnews @ubanglatvofficial
What's Your Reaction?