Malda : সরকারি সাহায্য পান না মালদার আমসত্ত্বের ব্যবসায়ীরা, আক্ষেপ তাদের|
Malda : সরকারি সাহায্য পান না মালদার আমসত্ত্বের ব্যবসায়ীরা, আক্ষেপ তাদের|
ইংরেজবাজার ব্লকের কতুয়ালি অঞ্চলের কল্যানপুর গ্রাম। এই গ্রামে ৬০ থেকে ৭০টি পরিবারের বসবাস।যারা প্রত্যেকেই আমসত্ব পেশার সঙ্গে যুক্ত।গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া মূলত এই তিন প্রজাতির আমের আমসত্ব স্বাদে অতুলনীয়। মালদার আমসত্ত্বের বাজার দর ১৪০০ থেকে ১৬০০ টাকা কিলো। তবে একটু নিম্ন মানের আমসত্ব বাজারে বিক্রি হয় ৮০০ থেকে ১০০০টাকা কিলো। মালদার আমসত্ব শুধু এই রাজ্যেই নয় ভিন রাজ্য এমনকি বাংলাদেশেও যায় এই আমসত্ব। তবে আম চাষীদের একটাই আক্ষেপ সরকারি কোন সাহায্য তারা পাননা। তাদের বক্তব্য মালদায় যদি একটা হাব করা হতো তবে তারা আমসত্বের ভাল মুল্য পেতো। সংরক্ষণ করা থাকলে আমসত্ব নষ্ট হওয়ার ভয় থাকতনা। #newstoday #newsvideo #current_affairs #malda #maldanews @ubanglatvofficial
What's Your Reaction?