Malda : ছাত্র ছাত্রীদের মধ্যে বিভ্রান্ত : U Bangla TV

Malda : ছাত্র ছাত্রীদের মধ্যে বিভ্রান্ত : U Bangla TV

Feb 16, 2024 - 16:17
Feb 16, 2024 - 17:24
 0  2

মালদাতে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্রে যাওয়া নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় পুরাতন মালদায় | পুরাতন মালদার মাধাইপুর এ আর হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সঠিক পরীক্ষা কেন্দ্রে না গিয়ে ভুল করে মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে পরীক্ষা দিতে চলে যায় | সেই স্কুলে পৌঁছে পরীক্ষার্থীরা নোটিশ বোর্ডে তাদের নাম না দেখতে পাওয়ায় এবং পরীক্ষার সিট ওই স্কুলে না পড়ায় ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হয়ে পড়ে এবং মানসিকভাবে ভেঙে পড়ে। অবশেষে পরীক্ষা শুরু হওয়ার শেষ মুহূর্তে জানতে পারে তাদের পরীক্ষা কেন্দ্র পড়েছে মঙ্গলবাড়ী ওসমানিয়া হাই মাদ্রাসায় ,এই কথা জানতে পেরে ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে তড়িঘড়ি করে ১৫ কিলোমিটার রাস্তা পেরিয়ে মঙ্গলবাড়ী ওসমানিয়া হাই মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। পরীক্ষার প্রাক মুহূর্তেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে পরীক্ষার্থীরা, এর ফলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় অভিভাবক মহলে। জানা যায় এক মাধাইপুর এআর হাই স্কুলের এক পরীক্ষার্থী জানায়, স্কুলের ফেয়ারওয়েল এর সময় স্কুল থেকে জানিয়ে দেওয়া হয়েছিল পরীক্ষার সিট পড়ছে মুচিয়া চন্দ্রমহোন হাইস্কুলে কিন্তু তিন দিন আগে অ্যাডমিট দেওয়ার সময়, পরীক্ষা কেন্দ্র জানানো হয় ওসমানিয়া হাই মাদ্রাসার কথা। কিন্তু প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের সেই পরীক্ষা কেন্দ্রের কথা জানাননি এর ফলে ছাত্র ছাত্রীরা বিভ্রান্ত হয়ে পড়ে। যদিও সব ছাত্রছাত্রীরাই পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। তবে অভিভাবকদের অভিযোগ এই ঘটনার জন্য পুরোপুরি দায়ী স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষ। #malda #maldanews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow