Malda : কৃষি অধিকর্তার নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ : U bangla TV
Malda : কৃষি অধিকর্তার নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ : U bangla TV
মালদা তে কৃষক বন্ধু মৃত্যু জনিতসহায়তা প্রকল্পে ব্লক কৃষি অধিকর্তার নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। ব্লক কৃষি অধিকর্তার নাম করে মৃত কৃষকের পরিবারের কাছ থেকে ত্রিশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মৃত কৃষকের ভাস্তার বিরুদ্ধে।সেই টাকা আবার পুনরায় ফেরত পাইয়ে দিলেন ব্লক কৃষি অধিকর্তা।ঘটনাটি ঘটেছে মালদা জেলার বামনগোলা ব্লকে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা যায় যে বামন গোলা ব্লকের মদনাবতি অঞ্চলের বাসিন্দা কৃষক রশিদা বিবি এক বছর আগে মারা যান। তার স্বামী নুরুদ্দিন সরকার কৃষক বন্ধু মৃত্যু সহায়তা প্রকল্পে আবেদন করেন। গত সপ্তাহে তার একাউন্টে ২ লক্ষ টাকা দেওয়া হয়। আবেদনকারী নুরুদ্দিন সরকারের ভাস্তা গোলাম রসুল তাকে জানান এই প্রকল্পের টাকা পাওয়ার পর কিছু টাকা ও কৃষি দপ্তরকে দিতে হয় বলে অভিযোগ আবেদনকারীর। গোলাম রসুলের কথা মতো নুরুদ্দিন বাবু তাকে ত্রিশ হাজার টাকা দিয়ে দেন। আবেদনকারীর ভাস্তা ব্লক কৃষি আধিকারিক কে জানান যে আমার কাকা এখনো কোনো টাকা পাননি। পরবর্তীতে ওই কৃষি আধিকারিক আবেদনকারী কে দপ্তরে ডেকে জিজ্ঞাসা বাদ করে ব্লক কৃষির অধিকর্তা জানতে পারেন গোলাম রসুলের ত্রিশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার কথা। এই ঘটনা জানার পরেই কৃষি আধিকারিক গোলাম রসুলের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে আবেদনকারী নুরুদ্দিন সরকারের হাতে তুলে দেন।পাশাপাশি ব্লকের সমস্ত কৃষকদের সতর্ক করেন যাতে কেউ দালালের খপ্পরে না পড়ে। #malda #maldanews #newstoday #banglanews #breakingnews @ubanglatvofficial
What's Your Reaction?