Nadia : ভয়ানক পরিস্থিতিতে রয়েছে জল প্রকল্প : U Bangla TV
Nadia : ভয়ানক পরিস্থিতিতে রয়েছে জল প্রকল্প : U Bangla TV
নদীর পারে হঠাৎই দেখা দিল বড়সড়ো ফাটল, আতঙ্কে নদী তীরবর্তী এলাকার মানুষ, যখন তখন নদীর পাড় ভাঙ্গন হওয়ার সম্ভাবনা, এই আতঙ্কে চোখের ঘুম উড়েছে স্থানীয়দের। ঘটনাটি নদীয়ার শান্তিপুর বড়বাজার ঘাট সংলগ্ন সীমার ঘাটের মাঝামাঝি একটি জল প্রকল্পের একদমই নিকটে। জানা যায় ভাগীরথী নদীর পাড়ে যে জল প্রকল্পটি হয়েছে সেখান থেকে পানীয় জল গোটা শান্তিপুর শহরে প্রত্যেকের বাড়িতে বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। আর এই জল প্রকল্পের লাগুয়া হঠাৎই বড়সড় ফাটল দেখা দেওয়ায় রীতিমতো ঘুম উড়েছে নদী তীরবর্তী এলাকার মানুষদের। তাদের দাবি, নদীর পাড় ভাঙ্গনের কাজ শুরু হয়েছিল বেশ কয়েক মাস আগেই, কিন্তু হঠাৎ সেই কাজ বন্ধ হয়ে যায়, এর আগে একাধিকবার নদী ভাঙ্গনের জেরে অনেকের ভিটেমাটি গঙ্গা-ব ক্ষে চলে গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে বিঘা বিঘা চাষের জমি, এখন যদি এই ফাটল অবিলম্বে সমাধান না করা যায় তাহলে ভাঙ্গন কেউ রোধ করতে পারবে না, এরপর অনেকেরই বাড়িঘর নদীর ভাঙ্গনের কবলে পড়বে।
What's Your Reaction?