Malda : ৯ ঘণ্টার বদলে একটানা ১৪ ঘণ্টার ট্রেন চালানো : U Bangla TV

Malda : ৯ ঘণ্টার বদলে একটানা ১৪ ঘণ্টার ট্রেন চালানো : U Bangla TV

Jan 18, 2024 - 17:43
 0  3

মালদা, ১৮ জানুয়ারি , বলাই পোদ্দার: ৯ ঘণ্টার বদলে একটানা ১৪ ঘণ্টার ট্রেন চালানোর ডিউটি সহ চালকদের নানান সমস্যার প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ চালালো অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের শতাধিক লোকো পাইলটেরা। বৃহস্পতিবার সকাল থেকেই মালদার ইংরেজবাজার শহরের পূর্ব রেলের ডিআরএম অফিসে এই অবস্থান বিক্ষোভ করেন মালদা ডিভিশনের সংশ্লিষ্ট সংগঠনের লোকো পাইলটেরা। তাঁদের বক্তব্য, ট্রেন চালানোর ক্ষেত্রে লোকো পাইলটদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শীত হোক বা গ্রীষ্ম যেকোনো মরশুমের কেন্দ্রীয় রেল মন্ত্রকের নির্দেশ অনুযায়ী একজন লোকো পাইলট সর্বোচ্চ নয় ঘন্টা পর্যন্ত ডিউটি করতে পারেন। কিন্তু অধিকাংশ লোকো পাইলটদের ১৪ থেকে ১৫ ঘণ্টা একটানা ডিউটি করতে হচ্ছে। এরফলে শারীরিক ক্ষতির পাশাপাশি আরো নানান সমস্যা সম্মুখীন হতে হচ্ছে ট্রেন চালকদের। এরই প্রতিবাদ জানিয়ে পূর্ব রেলের মালদা ডিভিশনের এদিন প্রায় একশোরও বেশি লোকো পাইলটেরা ডিআরএম অফিসের সামনে ধর্নায় বসে জানানো হয় তাদের প্রতিবাদের কথা। আগামীতে এই আন্দোলন সর্ববৃহৎ ভাবে রেলের বিভিন্ন ডিভিশন গুলিতেও পরিবেশিত হবে বলো জানিয়েছে অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। #malda #maldanews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow