Malda : ৩০ থেকে ৩৫ বিঘা গমের জমি ভস্মিভূত হয়ে গেল : U Bangla TV
Malda : ৩০ থেকে ৩৫ বিঘা গমের জমি ভস্মিভূত হয়ে গেল : U Bangla TV
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হলো ৩০ থেকে ৩৫ বিঘা গমের জমি। মালদা জেলার গাজোল ব্লকের বাবুপুর অঞ্চলের কালবৈশাখী আবহাওয়ায় একাধিক কৃষকের গমের জমি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হলো, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কৃষক সূত্রে এমন টাই জানা যায় যে বাবুপুর জলঙ্গা গ্রামে দীপ কল সংলগ্ন কৃষকের গমের জমিতে কে বা কারা সিগারেট বা বিড়ি খেয়ে ফেলে দেয়। তা থেকে আগুন লেগে কৃষকের জমি ভস্মীভূত হয়ে যায় । আনুমানিক ৩০ থেকে ৩৫ বিঘা জমি ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লাক্ষাধিক টাকা । এরপর গ্রামবাসী ও কৃষকরা গমের জমিতে আগুন লাগা চোখে পড়তেই , তড়িঘড়ি গ্রামবাসীরা দমকল বাহিনীকে খবর দেয় । আতঙ্কে এরপর সকল গ্রামবাসী মিলে বালতি কলসি ও মিনি জলের মেশিন দিয়ে গমের জমির আগুন নিমন্ত্রণ নিয়ে আসে । গম চাষী ও গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারলে এলাকার সব থেকে বড়ো গমের জমি ভস্মীভূত হয়ে যেত। বড়সড় বিপদের হাত থেকে বেঁচে গেল আর সকল কৃষকেরা। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসার পর দমকল বাহিনীর গাড়ি এসে উপস্থিত হয় ঘটনাস্থলে । গম চাষি কৃষকরা আরও জানান তারা ঋণের বোঝা মাথায় করে গম লাগিয়েছিলেন লাভের আশায়। কৃষকদের এখন বর্তমানে মাথায় হাত । গম চাষিরা জানান তাদের এই ক্ষয়ক্ষতি বিষয়ে সরকার আর্থিক সহায়তা করলে কিছুটা রক্ষা পেতেন তারা। #malda #maldanews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?