Malda : মালদাতে এই প্রথম শুরু হল ১৪ তম পশ্চিমবঙ্গ রাজ্য মাদ্রাসা স্পোর্টস মিট : U Bangla TV
Malda : মালদাতে এই প্রথম শুরু হল ১৪ তম পশ্চিমবঙ্গ রাজ্য মাদ্রাসা স্পোর্টস মিট : U Bangla TV
মালদা তে এই প্রথম শুরু হল ১৪ তম পশ্চিমবঙ্গ রাজ্য মাদ্রাসা স্পোর্টস মিট। মালদহের জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে তিনদিনের এই রাজ্য প্রতিযোগিতার আসর বসেছে। রাজ্যের ২০ টি জেলার প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নিয়েছে এই রাজ্য স্পোর্টস মিটে। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির রাজ্যের একাধিক মন্ত্রী। এক হাজার প্রতিযোগী প্রায় ৬১টি বিভাগে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, সাবিনা ইয়াসমিন,তাজমুল হোসেন, ছিলেন মালদহের সভাধিপতি জেলাশাসক,পুলিশ সুপার সহ বিশিষ্টরা #malda #maldanews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?






