Malda : মালদাতে এই প্রথম শুরু হল ১৪ তম পশ্চিমবঙ্গ রাজ্য মাদ্রাসা স্পোর্টস মিট : U Bangla TV

Malda : মালদাতে এই প্রথম শুরু হল ১৪ তম পশ্চিমবঙ্গ রাজ্য মাদ্রাসা স্পোর্টস মিট : U Bangla TV

Jan 16, 2024 - 15:52
 0  18

মালদা তে এই প্রথম শুরু হল ১৪ তম পশ্চিমবঙ্গ রাজ্য মাদ্রাসা স্পোর্টস মিট। মালদহের জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে তিনদিনের এই রাজ্য প্রতিযোগিতার আসর বসেছে। রাজ্যের ২০ টি জেলার প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নিয়েছে এই রাজ্য স্পোর্টস মিটে। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির রাজ্যের একাধিক মন্ত্রী। এক হাজার প্রতিযোগী প্রায় ৬১টি বিভাগে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, সাবিনা ইয়াসমিন,তাজমুল হোসেন, ছিলেন মালদহের সভাধিপতি জেলাশাসক,পুলিশ সুপার সহ বিশিষ্টরা #malda #maldanews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow