Bhatpara: বর্ষা বঙ্গে ঢুকতেই ডেঙ্গু সচেতনমূলক প্রচারে নামলো ভাটপাড়া পৌরসভা
Bhatpara: বর্ষা বঙ্গে ঢুকতেই ডেঙ্গু সচেতনমূলক প্রচারে নামলো ভাটপাড়া পৌরসভা
গ্রীষ্মের প্রবল দাবদাহ কাটিয়ে বঙ্গে ঢুকেছে বর্ষা। প্রতিবছরের মতো এ বছরও ডেঙ্গুর মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যে এই প্রত্যেকটি পুরসভা কে ডেঙ্গু মোকাবেলার জন্য সতর্কমূলক ব্যবস্থা নেওয়ার ও নির্দেশ দেওয়া হয়েছে। সেই মর্মে আজ ভাটপাড়া পুরসভার তরফে ডেঙ্গু সচেতনতা মূলক প্রচার চালানো হলো। পুরসভা থেকে এক পদযাত্রা করে সচেতনতা মূলক প্রচার শুরু করা হয়। সচেতনতমূলক প্রচারে অংশ নিয়েছিলেন ভাটপাড়া পুরসভার জল দপ্তরের সিআইসি অমিত গুপ্তা, স্বাস্থ্য দপ্তরে সিআইসি নুরে জামাল(সাহেব) ও অন্যান্য পুর আধিকারিকরা। তারা প্রত্যেকেই বলেন জনসাধারণের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেতনতা বাড়াতে পুরসভার তরফে নানা প্রচার অভিযান চালানো হবে। এমনকি পুরসভার কর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সচেতনতামূলক প্রচার চালাবে @ubanglatvofficial
What's Your Reaction?