Kurigram : বাজারে ভালো দাম থাকায় পেঁয়াজ তুলতে ব্যস্ত চাষীরা : U Bangla TV
Kurigram : বাজারে ভালো দাম থাকায় পেঁয়াজ তুলতে ব্যস্ত চাষীরা : U Bangla TV
ভালো দামে দারুণ খুশি তিস্তার চরের পেঁয়াজ চাষিরাকুড়িগ্রামের তিস্তার চরের বালু মাটিতে কৃষকেরা ফলিয়েছেন বিভিন্ন জাতের ফসল। এর মধ্যে ১ হাজার ৩০০ হেক্টর জমিতে শুধু পেঁয়াজই আবাদ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। বাজারে ভালো দাম থাকায় পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চলের ৪৫ হাজার হেক্টর জমির মধ্যে ৩৪ হাজার হেক্টর জমিতে আলু, পেঁয়াজ,রসুন ও মিষ্টিকুমড়সহ বিভিন্ন প্রকার সবজি আবাদ করা হয়ে থাকে। এর মধ্যে শুধু তিস্তার চরে এ বছর ১ হাজার ৩০০ হেক্টর জমিতে শুধু পেঁয়াজ আবাদ করা হয়েছে। সবমিলিয়ে জেলায় ২ হাজার ৫০০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে। তিস্তা পাড়ের কৃষকরা বলছেন,এ বছর বন্যায় ভারত থেকে পানির সাথে কাদা পানি আসার ফলে তিস্তা নদীতে বালু মাটিতে পলি জমেছে। ফলে এসব জমিতে বিভিন্ন আবাদ ভালো হয়েছে।#exclusivenews #newstoday #banglanews @ubanglatvofficial
What's Your Reaction?