Kolkata : সিধুর জন্মদিনে লেখা কবিতার বই মধ্যরাতের ব্লুজ প্রকাশ অনুষ্ঠানে চাঁদের হাট : U Bangla TV

Kolkata : সিধুর জন্মদিনে লেখা কবিতার বই মধ্যরাতের ব্লুজ প্রকাশ অনুষ্ঠানে চাঁদের হাট : U Bangla TV

Dec 30, 2023 - 19:24
 0  2

ক্যাকটাসের সিধুর জন্মদিন, আর সেই উপলক্ষে তাঁর লেখা প্রথম কবিতার বই মধ্যরাতের ব্লুজ এর আত্মপ্রকাশ হয়ে গেল চাউ চাই-তে। উপস্থিত ছিলেন পটা, অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, সৌমিত্র রায়, প্রবুদ্ধ ব্যানার্জি, অনুপম রায়, গাবু, প্রস্মিতা পাল, উজ্জ্বয়িনী মুখোপাধ্যায় প্রমুখ। বইয়ের প্রকাশ অনুষ্ঠানের পর গানে, গানে গলা মেলান সিধু, অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, প্রস্মিতা পাল, চন্দ্রিমা ভট্টাচার্য,গাবু, শতরূপ ঘোষ,গীটারে সুর তোলেন প্রবুদ্ধ ব্যানার্জি। উপস্থিত ছিলেন ক্যাকটাসের সদস্যরাও। বইটা প্রকাশ পেল অভিযান পাবলিশার্স থেকে।পাওয়া যাবে বই মেলায়। প্রচ্ছদ অলঙ্করণ করেছেন অতনু বিশ্বাস। কিছু কবিতার বয়স দশ বছর, কিছু কবিতার বয়স তারও বেশি বা কম। নানা সময় লেখা কবিতা এক ছাদের নীচে এবার জায়গা করে নিল। কিছু কবিতা গান হয়েছে, কিছু কবিতা হয়েই থেকে গিয়েছিল। এদিন সিধু বললেন, " নানা সময়ে লেখা কবিতা এগুলো। যখন রাত নামে, চারিদিক শান্ত হয়ে যায় তখন কবিতারা মাথায় ভীড় করে আসে। এতে প্রেম, প্রকৃতি, সামাজিক প্রেক্ষাপট নানা বিষয়ে লেখা রয়েছে। মোট একুশটা কবিতা। " বই প্রকাশের পর সিধুর কন্ঠে বাড়লে বয়েস, হলুদ পাখি, অনিন্দ্য চট্টোপাধ্যায় - উপল সেনগুপ্ত এর কন্ঠে আমার ভিনদেশী তারা, গাবুর কন্ঠে পালিয়ে বেড়াই উল্লেখযোগ্য। #kolkata #kolkatanews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow