Kolkata : শুরু হলো কলকাতায় আর্ট ও আড্ডা ফেস্টিভ্যাল : U Bangla TV
Kolkata : শুরু হলো কলকাতায় আর্ট ও আড্ডা ফেস্টিভ্যাল : U Bangla TV
কলকাতায় আর্ট ও আড্ডা ফেস্টিভ্যাল শুরু হলো। চলবে ৫ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ কোথাও না কোথাও বড় একা।পেশাগত জীবনে সুখসমৃদ্ধি সাফল্য সমস্ত কিছু থাকার পরও মানুষ অনেক সময়েই বড্ড একা।তার ভেতরে যে সুপ্ত ইচ্ছে, অনুভূতি আছে সেগুলোকে ব্যক্ত করার জন্য একটা স্থান হওয়া দরকার ।। জীবনের প্রান্তে এসে যেখানে সে গান গেয়ে , কবিতা বলে , শিল্পচর্চা করে বা একটু ভালো আড্ডা দিয়ে হোক, নিজেদের কিছু সময় তারা অতিবাহিত করবেন। সেইরকম জায়গা খুব কম।আর্ট ও আড্ডা কলকাতার বুকে গড়িয়াহাটে এক দেড় বছর ধরে সেই কাজটি করে চলেছে, যেখানে বহু মানুষ,জীবন সায়াহ্নে যারা একেবারে একা, তাদের একাকীত্ব এর জায়গা থেকে বেরিয়ে আসার জন্য তারা এই আর্ট ও আড্ডায় অংশগ্রহণ করে, শিল্পচর্চা করে তার ভেতরের অনুভূতিগুলোকে ব্যক্ত করে দিনের পর দিন নতুন কিছু শিল্প সৃষ্টি করে চলেছেন।প্রত্যেকটা মানুষের অন্তরাত্মায় যে শিশুসুলভ একটা জায়গা লুকিয়ে রয়েছে সেটা সেখানে বেরিয়ে আসে ফলে তাদের নিজেদের যে দুঃখ কষ্ট গ্লানি যা সবসময় হয়তো ব্যক্ত করার জায়গা থাকেনা সেটা তারা তাদের Canvas এ বা ছবিতে ব্যক্ত করেন।এখানে কিছু মানুষ একসাথে জড়ো হয়ে ছবি আঁকেন একে অপরের সাথে ভাবনা আদান প্রদান করেন তাদের আনন্দ,দুঃখ, হাসি, কান্না ভাগ করে নেন । এক নতুন দল হিসেবে তারা আজকে কলকাতার বুকে আবার একটা exhibition বা প্রদর্শনী শুরু করলেন।যেটা আমাদের কলকাতার বুকে একটি উদাহরণ।হয়তো আগামী দিনেও অনেককে পথ দেখাবে এই সংস্থা।শিল্পী প্রণব রায় সফলভাবে তার শিল্প জীবন অতিবাহিত করলেও একটা সময় তার মনে হয়েছে যে সমাজকেও কিছু ফিরিয়ে দেওয়া দরকার। সমাজের এই মানুষগুলোকে নিয়ে একটি সংস্থা তৈরি করার দরকার। প্রথাগত চিত্র শিল্পী হওয়ার যে সংস্থাগুলো রয়েছে সেখানে তো শিল্পচর্চা হয়েই থাকে।কিন্তু যে মানুষদের ভেতরে সুপ্ত বাসনা ছিল ছবি আঁকার তারা হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন পেশায় যুক্ত হয়ে গেছেন বা সংসারে ও অন্যান্য কাজে ব্যস্ত হয়ে তার ভেতরের সেই সুপ্ত ইচ্ছাটা সুপ্তই রয়ে গেছে। প্রণব রায় সেই মানুষগুলোকে এক জায়গায় জড়ো করে সেই সলতেতে আগুন লাগিয়ে তাদের ভেতরের সেই সুপ্ত বাসনা,সুপ্ত ইচ্ছা এবং তাদের ভেতরে যে দুঃখ,যন্ত্রণা, সেগুলোকে কাটানোর জন্য ,বলা যায় এক ধরনের Art therapy শুরু করার চেষ্টা করছেন। যেখানে সেই মানুষগুলো আবার নতুন করে হাসছেন, গান গাইছেন,নতুন করে কথা বলছেন।তাদের মধ্যে কারুর ছেলেমেয়েরা হয়তো সুদূর বিদেশে রয়েছে। তাদের মধ্যে কারুর স্বামী মারা গেছেন,কারুর স্ত্রী মারা গেছেন বা কেউ হয়তো কর্পোরেট জীবনে সারা সপ্তাহের কাজে ক্লান্ত।তাদের একটা সময় মনে হয় একটু নিজের জন্য সময় দরকার। কিন্তু এরকম কোনো জায়গা কলকাতার বুকে ছিল না যেখানে সে একটু ছবি আঁকা বা আড্ডা দিয়ে নিজেকে ব্যক্ত করতে পারে।আর্ট ও আড্ডা সেই মানুষদের জন্য এই জায়গাটা তুলে ধরেছে।আশা করি আগামী দিনে আর্ট ও আড্ডা আরো এগিয়ে যাবে।এবং এই ধরনের উদ্যোগের পেছনে বেশ কিছু মানুষের আশীর্বাদ তারা পেয়েছেন তার মধ্যে অন্যতম দেবজ্যোতি মিশ্র। ওঁর অবিরত অনুপ্রেরণা এই আর্ট ও আড্ডাকে আরও এগিয়ে নিয়ে যাবে। এছাড়া আপনাদেরও আশীর্বাদ এবং অনুপ্রেরণা থাকলে আগামী দিনে কলকাতার বুকে আর্ট ও আড্ডা একটি স্থান করে নেবে #kolkata #kolkatanews #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?