Bardhaman : আন্ডারপাশের দাবিতে আবারও আন্দোলনে নামলো গ্রামবাসীরা : U Bangla TV

Bardhaman : আন্ডারপাশের দাবিতে আবারও আন্দোলনে নামলো গ্রামবাসীরা : U Bangla TV

Feb 2, 2024 - 19:13
 0  5

পূর্ব বর্ধমানের গলসির ভাষাপুলে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়ে আন্দোলন করলো গ্রামবাসীরা। এছাড়াও জাতীয় সড়কে দু-পাশে দু-টি ব্যানার লাগান তারা। তাতে লেখা আছে, ৫৩৯+৭৬০ স্থানে ভেন্ট যদি না হয়, তাহলে সিংপুর, ভাষাপুর, সুজাপুর, পোতনা, খুরাজ ইত্যাদি গ্ৰামের বাসিন্দারা এন এইচ এ আই কর্তৃপক্ষ কে কোনো কাজ করার অনুমতি দেওয়া হবে না। যদি তারা কোনরুপ বলপূর্বক কাজ করার চেষ্টা করে, তার জন্য শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হলে এনএইচএআই কর্তৃপক্ষ দায়ী থাকবে। এই নায্য দাবীর জন্য গ্ৰামবাসী মৃত্যু বরণ করতেও প্রস্তুত আছে। জানাগেছে, ভাষাপুল থেকে সিমাসিমি যাওয়ার পথে আট দশটি গ্রাম আছে। রাস্তায় চারটি বাস দৈনিক দু-তিন টিপ করে যাত্রী পরিষেবা দিয়ে থাকে। এছাড়াও এলাকার প্রায় শতাধিক স্কুল, কলেজের পড়ুয়ারা নিত্যদিন জাতীয় সড়ক পারাপার করে। সাথে এলাকার চাষীরাও সড়ক পার হয়ে মাঠে যাতায়াত করে। আন্ডারপাশ না হলে তাদের এক কিমি পথ ঘুরে যাতায়াত করতে হবে। এর ফলে এলাকার মানুষকে আজীবন সমস্যায় পরতে হবে। তারা জানায়, ডিসেম্বর মাসে জেলা শাসক, ব্লক প্রশাসন ও জাতীয় সড়ক কতৃপক্ষ আধিকারিকরা ঘটনা স্থলে এসে ভেন্ট করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমানে সেটি না হওয়ার কথা জানতে পারাই আবারও আন্দোলনে নেমে রাস্তার দু ধারে ব্যানার লাগিয়ে দেয় স্থানীয়রা।এখন দেখার এই দশটি গ্রামের মানুষেরা আন্দোলরত হয়ে কি তাঁদের দাবি মিটবে,নাকি জাতীয় সড়ক কর্তৃপক্ষ নিজের মতোই কাজ চালিয়ে যাবেন। #bardhaman #bengalinews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow