Kolkata : শুভ মুক্তি পেল হাতে খড়ি' : U Bangla TV

Kolkata : শুভ মুক্তি পেল হাতে খড়ি' : U Bangla TV

Mar 30, 2024 - 13:37
 0  7

২৯ শে মার্চ শুক্রবার ঠিক বিকেল পাঁচটায় ,কলকাতার প্রিয়া সিনেমা হলে ,কপিরাইট এন্টারটেইনমেন্ট এবং ফিল্ম পার্টনার্জ স্টুডিওজ নিবেদিত, মৈনাক মিত্র ও কৌস্তুভ চক্রবর্তী পরিচালিত 'হাতে খড়ি' শুভ মুক্তি পেল।, এক ঝাঁক কলা কুশলীদের উপস্থিতিতে। এই ছবিতে অভিনয় করেছেন, সোনালী চৌধুরী, কঙ্কনা হালদার, শঙ্খদীপ ব্যানার্জি, বিশ্বনাথ বসু, সুমিত সমাদ্দার, দেবরাজ ভট্টাচার্য, প্রান্তিক ব্যানার্জি, রাজু মজুমদার ,মোমো, মিঠুন ,দেবনাথ, সৃজা বোস, রুদ্ররাজ চক্রবর্তী ,রাকেশ ভট্টাচার্য সহ অন্যান্যরা।সম্পাদনায় কৌস্তভ চক্রবর্তী, সংগীতে অমিত চ্যাটার্জী, সুপ্রতিম ভট্টাচার্য ,শুভঙ্কর দেবনাথ ও শুভদীপ বক্সী ।প্রযোজক উমাশংকর কেশ, বিশ্বনাথ ঘোড়াই, সম্রাট বোস, অতুল্য কুমার ভার্মা ,বালা ভট্টাচার্য, মেঘা চক্রবর্তী ও ৺কাঞ্চন হালদার।হাতেখড়ি নামকরণের মধ্য দিয়ে, পরিচালক একটি সুন্দর পরিকল্পনা তুলে ধরেছেন এবং মানুষের মনে একটা দাগ কাটার চেষ্টা করেছেন, যেখানে ছোটবেলায় এই হাতে খড়ির মধ্য দিয়েই শিক্ষা শুরু হয় পরিবারের বাচ্চাদের, আস্তে আস্তে এই হাতে খড়ি জিনিসটা প্রায় বন্ধ হতে বসেছে, পরিচালক এই ছবির মধ্য দিয়ে পুনরায় শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং যেকোনো বিষয়ে হাতে খড়ি কে তুলে ধরার জন্যই এই ধরনের একটি ছবি তৈরি করেছেন, এটি পরিচালকের প্রথম ছবি, তাই ছবিটির নামও 'হাতে খরি' এই ছবিতে পাঁচটি ছোট শিশুর চরিত্র তুলে ধরা হয়েছে, কেউ কেউ অর্থের অভাবে পড়তে পারেনা আবার দেখানো হয়েছে পয়সা থেকেও ছেলে-মেয়েকে পোড়ানোর আগ্রহ প্রকাশ পায় না, আবার কাউকে পোড়ানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, কোথাও কোথাও নিজে পড়াশোনা শেখে আরেকজনকে পোড়ানোর প্রচেষ্টা তৈরি করেছেন। তাই পরিচালক এমন একটি নামকরণ করেছেন যেখানে যে কোন বিষয়ের হাতে খড়ি হতে পারে, শিক্ষার দিক থেকে, কাউকে শেখানোর দিক থেকে অথবা কিছু বানানোর দিক থেকেও হতে পারে, তাই 'হাতে খড়ি', তার প্রথম তৈরি টাই শিখিয়ে দেয়। 'হাতে খড়ির' মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে একটা নতুন বার্তা দিতে পারে । #kolkata #kolkatanews #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow