আপাতত দেখা নেই কালবৈশাখীর। ধাপে ধাপে চড়তে থাকবে দহনের পারদ
আগামী ৭২ ঘণ্টায় আরো ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে রাজ্যের তাপমাত্রা। পশ্চিমের জেলায় তাপমাত্রা বৃদ্ধির হার আরও বেশি থাকার প্রবণতা। ১৩ এপ্রিল পর্যন্ত কোলকাতার তাপমাত্রা বেড়ে পৌঁছাতে পারে প্রায় ৩৯ ডিগ্রির কোঠায় । ১৪ তারিখের পর তা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলবে বলেই খবর । কাল বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছিল। শুধুমাত্র দার্জিলিং কাল অল্প বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লু বওয়ার সম্ভবনা রয়েছে। #youtube #weather #weathernews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?