Kolkata : শহরে চালু হলো লেডিজ স্পেশাল বাস : U Bangla TV
Kolkata : শহরে চালু হলো লেডিজ স্পেশাল বাস : U Bangla TV
চাকরিজীবী মহিলাদের জন্য সুখবর। শহরে চালু হলো মহিলাদের জন্য বিশেষ লেডিজ স্পেশাল বাস। মঙ্গলবার হাওড়া থেকে এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। রোজ সকালে হাওড়া থেকে বাস ছেড়ে যাবে বালিগঞ্জ। লোকাল ট্রেনে চড়ে রোজ শহরে আসা হাজার হাজার মহিলার দ্রুত অফিস, স্কুল-কলেজে পৌঁছনোর কথা ভেবেই এই মহিলা স্পেশাল বাস চালু করলো পরিবহণ দপ্তর।
পরিবহণ দপ্তর সূত্রে খবর, আপাতত দুটি বাস হাওড়া থেকে বালিগঞ্জ গেলেও তার সংখ্যা ভবিষ্যতে বাড়বে। সে ক্ষেত্রে শিয়ালদহ স্টেশন থেকেও তা চালু করা হতে পারে। আপাতত নন এসি বাস চালু হলেও ভবিষ্যতে চাহিদা বাড়লে এসি বাসও নামবে বলে জানিয়েছেন নিগমের এক কর্তা। বিকেলে অফিস ফেরত মহিলাদের জন্যও রাখা হচ্ছে লেডিজ স্পেশাল বাস। পরে রাজ্যের অন্যত্রও এই পরিসেবা কার্যকর হবে। পরিবহণ দফতরের এক আধিকারিকের কথায়, অফিস টাইমে বাসে যেরকম ভিড় থাকে তাতে সাধারণ মহিলা যাত্রীদের অফিস পৌঁছতে সমস্যা হয়। অনেকেই ভিড়ের কারণে বাসে উঠতে পারেন না। অপেক্ষা করতে হয় পরের বাসের জন্য।
ফলে অফিস পৌঁছতে তাঁদের দেরি হয়ে যায়। এবার সেই সমস্যার অনেকটাই সমাধান হলো।বাসের সামনে লেডিজ স্পেশাল লেখা থাকবে। ফলে পুরুষ যাত্রীরা তাতে উঠতে পারবেন না।
What's Your Reaction?