Kolkata : শক্তিরূপেণ প্রিমিয়ার লঞ্চ : U Bangla TV

Kolkata : শক্তিরূপেণ প্রিমিয়ার লঞ্চ : U Bangla TV

Mar 16, 2024 - 17:07
 0  4

১৫ ই মার্চ শুক্রবার, বিকেল সাড়ে চারটায়, আই সি সি আর অডিটরিয়ামে , অম্লান মজুমদারের লেখা ও কাহিনী চিত্রনাট্য অবলম্বনে, ক্লিক অরজিনাল্স ওয়েব সিরিজ শক্তিরূপেণ...এর স্পেশাল প্রিমিয়ার লঞ্চ করা হয় । সমস্ত কলাকুশলী ও অভিনেতা অভিনেত্রীর উপস্থিতিতে। অন্য স্বাদের এই ওয়েব সিরিজ মানুষের মনকে আন্দোলিত করে । সত্যিকারের ঘটনা অবলম্বনে এই ওয়েব সিরিজ, নারীদের প্রত্যহ জীবনে যে ঘটনা ঘটে চলেছে, খুন, ধর্ষণ, অত্যাচার, সকল ঘটনাকে কেন্দ্র করেই । এই ওয়েব সিরিজে নারীদের সত্যিকারের অধিকারের লড়াই, ও সত্যিকারের প্রতিবাদ রয়েছে । কেন নারীরা পিছিয়ে থাকবে, তাই পরিচালক এমন একটি নামের মধ্য দিয়েই প্রতিবাদের ঝড় তুলেছেন । এই ওয়েব সিরিজে যে দুজন প্রথমবার ক্লিকের হাত ধরে অভিনয় করেছেন , এবং তাদের চরিত্র ফুটিয়ে তুলেছেন, তারা হলেন বাসবদত্তা চ্যাটার্জী ও রেজওয়ান । এই ওয়েব সিরিজে প্রত্যেকটি চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এবং সকল দর্শকদের এবং সিনেমা প্রেমীদের মন জয় করেছেন তারা ।যারা ক্লিক ওয়েব সিরিজে বিভিন্ন কাজ করেছেন, তাহারা হলেন... কাহিনী চিত্রনাট্য ও সংলাপ অম্লান মজুমদার, পরিচালনায় সুরজিৎ মুখার্জি, সৃজনশীল পরিচালনায় রাজদীপ ঘোষ, প্রযোজনা স্কাইপ্যান কমিউনিকেশন, সিনেমাটোগ্রাফার সৌরভ ব্যানার্জি, শিল্পনির্দেশনা অদ্রিজা বিশ্বাস, এবং একের পর এক ওয়েব সিরিজ গুলি সুন্দরভাবে পরিবেশন করছেন ও মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন গণমাধ্যমে ও মার্কেটিং এ রানা বসু ঠাকুর।অভিনয়ে বাসবদত্তা চ্যাটার্জী, রেজওয়ান, অম্লান মজুমদার, বুদ্ধদেব ভট্টাচার্য ,স্বর্ণকমল, অঙ্কুর রায় ,রানা মুখার্জী, সৌমেন দত্ত, সুকন্যা বসু ,সুস্মিতা পাল সহ অন্যান্যরা,সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে অভিনেতা ও অভিনেত্রীরা জানিয়েছেন, তারা চেষ্টা করেছেন মানুষের সামনে তাদের চরিত্রগুলি তুলে ধরতে, কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে, দর্শকদের মন জয় করতে পেরেছেন, এর চাইতে আর বড় কিছু পাওনা হতে পারে না। এর সাথেই তারা ধন্যবাদ জানান ক্লিক পরিবারকে যারা তাদেরকে সুযোগ দিয়েছেন, ধন্যবাদ জানান ক্লিকের কর্ণধারকে । #kolkatanews #kolkata #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow