Kolkata : অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে , পথ নিরাপত্তা সপ্তাহ পালন : U Bangla TV

Kolkata : অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে , পথ নিরাপত্তা সপ্তাহ পালন : U Bangla TV

Jan 20, 2024 - 16:53
 0  5

অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে , পথ নিরাপত্তা সপ্তাহ পালন করলেন।গতকাল ১৯শে জানুয়ারী শুক্রবার, ঠিক বিকেল চারটায়, ধর্মতলা ডরিনা ক্রসিং এর মোড়ে , ট্রাফিক সার্জেন্টের সহযোগিতায়, অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের সদস্যরা, প্রতিটি মোড়ে প্লাকার নিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করেছিলেন এবং পথ চলতি মানুষদের সতর্কও করছিলেন, প্রত্যেকটি আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে ছিল প্লাকার এবং তাতে বিভিন্ন সতর্কতামূলক সংকেত লেখা ছিল।গতকালের এই পথ নিরাপত্তা সপ্তাহ পালনের উদ্যোগ নেন , অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের জেনারেল সেক্রেটারী খোকন সরদার, তিনি বলেছিলেন প্রতিদিন মানুষ বাইরে বেরিয়ে আসে কাজের তাগিদে, অথবা রুটি রোজগারের তাগিদে , কেউ অফিসে, কেউবা ব্যবসা-বাণিজ্য করতে, কিন্তু রাস্তায় বেরিয়ে মানুষ ভুলে যায়, নিজেদের জীবনের কথা, কেউ কানে ফোন দিয়ে রাস্তা পারাপার হয় কেউবা সাইকেল চালিয়ে সিগনাল না পেলেও তারা পেরিয়ে যায়, আবার কেউ সিগনাল পড়ার আগেই দৌড়ে রাস্তা পার হয়। নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে । তাই সকল পথচলতি মানুষদের সজাগ করতেই তাদের এই পদক্ষেপ। ট্রাফিক পুলিশ অফিসারের সহযোগিতায়। যাহাতে দুর্ঘটনার কবলে না পড়ে এবং নিয়ম মেনে পারাপার হয় । কেউ অযথা হর্ন বাজাবেন না, নির্দিষ্ট জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হন, পারাপারের সময় কেউ কানে মোবাইলে কথা বলবেন। সিগন্যাল না হওয়া পর্যন্ত কেউ রাস্তা পার হবেন না। নির্দিষ্ট স্টপেজ থেকে বাস ধরুন, অযথা নিজেদের বিপদ ডেকে আনবেন না।রাস্তা পেরোবার সময় রেড ও গ্ৰীন সিগন্যাল দেখে পার হবেন,।কানে হেডফোন নিয়ে কথা বলতে বলতে পারাপার হবেন না। গাড়ি চালকেরা, রেষারেষি করে গাড়ি চালাবেন না, নির্দিষ্ট স্টপেজে গাড়ি দাঁড় করান ।ট্রাফিক পুলিশ অফিসারদের কথা মেনে চলুন ,অযথা নিজেদের বিপদ ডেকে আনবেন না, নিরাপদে বাড়ি ফিরুন,। আপনার একটা ভুলে একটা প্রাণ চলে যেতে পারে, #kolkatanews #kolkata #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow