Kolkata : কলকাতা জিপিও র ২৫০ বছর পূর্তি উপলক্ষে নতুন লোগো উন্মোচন : U Bangla TV

Kolkata : কলকাতা জিপিও র ২৫০ বছর পূর্তি উপলক্ষে নতুন লোগো উন্মোচন : U Bangla TV

Feb 27, 2024 - 19:47
 0  11

২৭ এ ফেব্রুয়ারি মঙ্গলবার কলকাতার যোগাযোগ ভবনের আলাপন অডিটোরিয়ামে কলকাতা জিপিও র ২৫০ বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে কলকাতা জিপিও। ১৭৭৪ সালের ৩১ শে মার্চ বাংলার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস এর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা জিপিও। ২৫০ বছর পূর্তি উপলক্ষে এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা জি পি ওর চিফ পিএমজি ওয়েস্ট বেঙ্গল সার্কেল অফিসার শ্রী নিরাজ কুমার । এছাড়াও আরো উপস্থিত ছিলেন আন্দামান ও নিকোবর আইসল্যান্ড এর পোস্টমাস্টার জেনারেল কর্নেল অরবিন্দ ভার্মা, জেনারেল ম্যানেজার মিস্টার আর কে সিং, পোস্টমাস্টার জেনারেল সাউথ বেঙ্গল রিজিয়ন মিস এস এস কুজুর,, পোস্টমাস্টার জেনারেল সিকিম রিজিয়ন মিস্টার অখিলেশ কুমার পান্ডে , পোস্টমাস্টার জেনারেল কলকাতা রিজিয়ন মিস্টার সঞ্জীব রঞ্জন ,পোস্টমাস্টার জেনারেল Mr. সুপ্রিয় ঘোষ। এছাড়াও কলকাতা জিপিওর গুরুত্বপূর্ণ পদে থাকা আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । ২৫০ বছর পূর্তি উপলক্ষে কলকাতা জি পিও এর নতুন লোগো উন্মোচন করেন প্রধান অতিথি শ্রী নিরাজ কুমার। পাশাপাশি আড়াইশো বছর পূর্তি উপলক্ষে কলকাতা জিপিও তাদের নিউ থিম সং প্রকাশ করলেন। এছাড়াও উপস্থিত প্রধান অতিথি বৃন্দের হাতে কলকাতা জিপিও র নতুন পোস্ট কার্ড "বঙ্গতরী" তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। এদিনের এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ রাখতে গিয়ে শ্রী নিরাজ কুমার - কলকাতা জিপিও র আড়াইশো বছরের পথচলা সম্পর্কে স্মৃতিচারণা করলেন। এছাড়াও তিনি সাধারণ জনগণের জন্য কলকাতা জিপিও এ যাবত পর্যন্ত কি কি করে এসেছে এবং আগামী দিনে নতুন কি কি উদ্যোগ নিতে চলেছে সেগুলো নিয়ে বিশদে আলোচনা করলেন। #kolkatanews #kolkata #newstoday #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow