Kolkata : কলকাতায় ভরতনাট্যম সম্প্রদায় পদ্মশ্রী গীতা চন্দ্রন : U Bangla TV
Kolkata : কলকাতায় ভরতনাট্যম সম্প্রদায় পদ্মশ্রী গীতা চন্দ্রন : U Bangla TV
কলকাতার ভারতনাট্যম সম্প্রদায় উত্তেজনায় পরিপূর্ণ। কারণ রাজীব সাহা এবং মৌমিতা চ্যাটার্জির নেতৃত্বে ইউ ডি ওকে পারফর্মিং আর্টস , বিশ্বখ্যাত দিল্লী ভিত্তিক ভারতনাট্যম শিল্পী পন্ডিত এবং কোরিওগ্রাফার পদ্মশ্রী গুরু গীতা চন্দ্রকে স্বাগত জানানো হচ্ছে। তার শক্তিশালী মারগাম পারফরম্যান্স 21 শে মার্চ 2024 বৃহস্পতিবার সন্ধ্যার ছটায় জ্ঞানমঞ্চ কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং একটি দুদিনের ভরতনাট্যম কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে পদাতিক নৃত্যকেন্দ্রে আগামী ২২ এবং ২৩ শে মার্চ । এই উপলক্ষে 20 মার্চ ২০২৪ কলকাতার আইসিসি আর এ পদ্মশ্রী গীতা চন্দ্রনের উপস্থিতিতে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। নৃত্তের প্রতি গীতাচন্দনের নিবেদন, পাঁচ দশকেরও বেশি সময় ব্যাপী তার বর্ণাঢ্য কর্মজীবন স্পষ্ট । তার চিত্তাকর্ষক পরিবেশনা ছাড়াও, তিনি একজন অত্যন্ত দক্ষনৃত্য গুরু, পন্ডিত ,কোরিওগ্রাফার, মিডিয়া ব্যক্তিত্ব এবং কর্ণাটক গায়ক । তিনি পদ্মশ্রী , কেন্দ্রীয় সংগীত নাটক একাডেমি পুরস্কার এবং ঠাকুর জাতীয় ফেলোশিপ সহ মর্যাদাপূর্ণ পুরস্কারের প্রাপক । তিনি পরপর তিন বছর( ২০২২- ২৪ )এর জন্য মর্যাদা পূর্ণ সেরেন্ডিপিটি আর্টস ফেস্টিভাল এ নাচের এজেন্ডা পরিচালনা করেছেন। গুরু গীতাচন্দন আগামী তিন দিনের ওয়ার্কশপে মঞ্চের ব্যবহার এ নৈপুণ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে দুটি বিশেষ সংখ্যা শেখানোর মাধ্যমে ,কি করে শ্রোতাদের হৃদয় ক্যাপচার করতে হয়, তা শিখিয়ে দেবেন । আর সেই কারণেই এদিনের প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
What's Your Reaction?