Kolkata : শুরু হয়ে গেছে ১৫৯ তম বাৎসরিক আর্ট এন্ড ক্রাফট এর প্রদর্শনী : U Bangla TV

Kolkata : শুরু হয়ে গেছে ১৫৯ তম বাৎসরিক আর্ট এন্ড ক্রাফট এর প্রদর্শনী : U Bangla TV

Mar 8, 2024 - 14:09
 0  4

৭ই মার্চ বৃহস্পতিবার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং গভর্মেন্ট কলেজ ও আর্ট এন্ড ক্রাফট এর পরিচালনায়,এই বছর প্রথম গভর্মেন্ট আর্ট কলেজের ছাত্র-ছাত্রীদের সুযোগ করে দিলেন গগনেন্দ্র কর্মশালা ও একাডেমি অফ ফাইন আর্টস এর বাৎসরিক প্রদর্শনীর। এই প্রদর্শনীর শুভ সূচনা করেন যোগেন চৌধুরী মহাশয়, প্রদর্শনীর শুভ সূচনা হয় ৪ঠা মার্চ বিকেল সাড়ে পাঁচটায় , এই প্রদর্শনী চলবে পাঁচই মার্চ থেকে ১০ই মার্চ পর্যন্ত এবং সকল শিল্প অনুরাগী ও দর্শকদের জন্য খোলা থাকবে প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি ৮:০০টা পর্যন্ত। প্রতিবছর এই প্রদর্শনী গভর্নমেন্ট কলেজে হলেও, এই বছর সরকারের উদ্যোগে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে বলে জানান ছাত্র-ছাত্রীরা, হয়তো সমস্ত ছাত্র-ছাত্রীরা সুযোগ পাননি জায়গার অভাবে , কিন্তু আগামী দিনে হয়তো তারাও সুযোগ পাবেন, এটাই জানালেন অন্যান্য ছাত্রছাত্রীরা। তারা বলেন এখানে জায়গা কম , সকলের শিল্প তুলে ধরা সম্ভব হয়নি। আমরা গর্বিত এরকম একটি প্ল্যাটফর্ম সরকার করে দেওয়ায়, কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে , এটা আমাদের কাছে আলাদা পাওনা। আর্ট ও ক্রাফট কলেজের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন জেলা থেকে এসে তাদের সুন্দর সুন্দর হাতে তৈরি মডেল ও ছবি তুলে ধরেছেন এবং এই প্রদর্শনী দেখতে দুপুর থেকে ভিড় জমে যায় শিল্প প্রেমী মানুষদের এবং দর্শকদের ,এত সুন্দর ভাবে প্রদর্শনীটি পরিবেশিত হয়েছে। সমস্ত ছাত্র-ছাত্রীদের দুর্দান্ত হাতের কাজ সকলকেই মুগ্ধ করেছে। ছাত্রছাত্রীরা জানান ,এইভাবে সরকার যদি আরো বিভিন্ন জেলায় আমাদের সুযোগ করে দেন, আমরা আরও এগিয়ে যেতে পারবো এবং চির কৃতজ্ঞ থাকব। #kolkatanews #kolkatanews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow