Siliguri : শিবরাত্রি উপলক্ষে সেজে উঠছে প্রাচীনতম শিবখোলা মন্দির : U Bangla TV
Siliguri : শিবরাত্রি উপলক্ষে সেজে উঠছে প্রাচীনতম শিবখোলা মন্দির : U Bangla TV
শিবের মতো বর পেতে শিবরাত্রির দিন অনেক মহিলারাই শিবের মাথায় জল ঢালেন। ঠিক তেমনি এবছরও ৮ ই মার্চ রয়েছে শিবরাত্রি। এই শিবরাত্রিকে ঘিরে ইতিমধ্যেই মন্দিরে মন্দিরে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। শিলিগুড়ির একাধিক শিবমন্দিরে চলছে জোড়কদমে প্রস্তুতি। যার মধ্যে অন্যতম প্রাচীন মন্দির হলো শিবখোলা মন্দির। লোকমতে এই মন্দির প্রতিষ্ঠার আগে নাকি স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি নিজে এই জায়গায় আসতেন এবং মন্দিরের পাস দিয়ে বয়ে চলা নদীতে নিজের জটা ধুতেন। যেখান থেকে এই জায়গা এবং মন্দিরের নামকরণ ঘটে শিবখোলা। জানা গিয়েছে, এই মন্দিরে মহাদেবের পাশাপাশি পার্বতী, কালী এবং গনেশ প্রত্যেকেই এসেছেন এবং নিজের ছাপ রেখে গিয়েছেন। তাই বহু কাল থেকে প্রসিদ্ধ এই মন্দির। পাহাড়ের কোলে এই মন্দির হওয়ায় পাহাড়ের গোর্খা সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায় সহ সমতলের মানুষদেরও আনাগোনা লেগে থাকে এখানে। বিশেষ করে শিবরাত্রির দিন পাহাড় তথা সমতল সব জায়গা থেকেই ভক্তবৃন্দরা এসে পৌঁছান এই মন্দিরে। ঠিক সেই মতো এবারও একই রীতিতে হবে শিবরাত্রি বলে জানান মন্দিরের মুখ্য পুরোহিত। #siliguri #siligurinews #sivarathiri #banglanews #newstoday @ubanglatvofficial
What's Your Reaction?