Kolkata : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পালিত হল বনমহোৎসব

Kolkata : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পালিত হল বনমহোৎসব

Jul 19, 2023 - 18:35
 0  17

আজ ১৮ জুলাই মঙ্গলবার বেলা এগারো ৩০ মিনিটে, ফোর্ট উইলিয়াম সাউথ গেটের বিপরীত মাঠে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্যস্তরীয় বনমহোৎসব উদযাপন কমিটি ,বনবিভাগে এর পরিচালনায়, আজকের এই বনমহোৎসব পালিত হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও।।এই বন মহোৎসব উৎসবে মঞ্চে উপস্থিত ছিলেন ,কলকাতার মহানগরী ও মন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয়, উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বিবেক কুমার, এছাড়া উপস্থিত ছিলেন ফরেস্ট ডিপার্টমেন্টের নিরেজ সিং ,ফারাক তালুকদার, নির্মল রায় ,ডক্টর মারিয়া ফার্নানডেজ। সহ অন্যান্যরা, এবং উপস্থিত ছিলেন প্রশাসনিক বিভাগের উচ্চপদস্থ অফিসারেরা।আজকের অনুষ্ঠানের সভাপতি তো করেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় যার প্রচেষ্টায় আজকের এই বনমহোৎসব পালিত হয়। প্রায় আড়াই হাজার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই উৎসবে উপস্থিত হন, এছাড়াও এই মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জি বাংলা খ্যাত শিল্পীরা তাদের সংগীত পরিবেশন করবেন, শুধু তাই নয় যে সকল জেলা ও সরকারি দপ্তর এক বছর ধরে এই বনমোৎসব উপলক্ষে গাছ লাগিয়েছেন বিভিন্ন জেলায় এলাকায় তাদেরকেও আজকে সম্মানিত করলেন এবং প্রশাসনিক দপ্তর কেউ, বনমহোৎসবের লক্ষ্য প্রতিটি এলাকায় এবং পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে সমস্ত সরকারি দপ্তরের পরিচালনায় সারা রাজ্য জুড়ে গাছ লাগানোর আহ্বান। এবং রাজ্য সরকারের তরফ থেকে ২৫ লক্ষ গাছ সারা রাজ্য জুড়ে লাগানোর প্রস্তুতি নিয়েছেন , তাহার মধ্যে ১০ লক্ষ গাছ ইতিমধ্যেই লাগানো হয়ে গেছে, আজ তারা দু লক্ষ গাছ লাগাবেন, এবং বাকি গাছ সারা বছর ধরে তারা লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন, আজকে শুধু সরকারি দপ্তরি নয়, বিভিন্ন এনজিও থেকে শুরু করে অন্যান্য সংস্থাও উপস্থিত ছিলেন তারাও আজকে একমত, এই গাছ লাগানোর পক্ষে সহযোগিতা করার জন্য, প্রতিবছর যাহারা ভালো কাজ দেখান তাদেরকে এইভাবেই পুরস্কৃত করেন রাজ্য সরকারের তরফ থেকে।প্রথম স্তরের অনুষ্ঠান শেষ হওয়ার পরেই, মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শুরু হয়, জি বাংলা খ্যাত বিভিন্ন শিল্পীরা উপস্থিত ছিলেন, এবং সকল ছাত্র-ছাত্রী ও দর্শকদের অনুরোধ করেন, আপনারা দশটি মিনিট সময় দিন ,আমরা আবার অনুষ্ঠানে ফিরে যাব।, কিন্তু কিছুক্ষণের মধ্যেই অন্ধকার করে কালো মেঘ জমার সাথে সাথেই প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়, দূর দূরান্ত থেকে যে সকল ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন এবং তাদের শিক্ষক ও শিক্ষিকারা তারাও বিপাকে পড়েন ,কারণ বৃষ্টির মধ্যে আটকে পড়ে ,এদিকে এত ছাত্রছাত্রী সমাগমে জায়গাটিতে ছাউনির বেশি ব্যবস্থা না থাকায় , তাই অনেককেই বৃষ্টির মধ্যে ভিজতে হয়েছে, তবুও উৎসাহিত ছোট ছোট ছেলে মেয়েরা, সামনে থেকে সেই সকল শিল্পীদের দেখার ও তাদের গান শোনার জন্য।। #breakingnews #newstoday #mamtabanerjee #kolkatanews #kolkata #banglanews #newslive  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow