Kolkata : ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড : U Bangla TV
Kolkata : ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড : U Bangla TV
দমদমের ছাতাকলে মেলার মাঠের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। দাউদাউ আগুনে ঘন জনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন। দক্ষিণ দমদম পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ছাতাকল মেলার মাঠ এলাকায় ঝুপড়িতে আগুন লাগে। বেলা সওয়া ১২টা নাগাদ আগুন লাগে। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন এলাকার বাসিন্দারাও। এই অগ্নিকাণ্ডের ফলে বস্তির সামনের অংশ কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে। কী থেকে আগুন লাগল, এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দাউদাউ করে আগুনের লেলিহান শিখা চোখে পড়ছে। চেষ্টা চালানো হলেও এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুনকে। জলা জমি থেকে বালতি করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন স্থানীয়রাও। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। বস্তি এলাকায় দাহ্য পদার্থ থাকাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। এলাকায় প্লাস্টিকের স্তূপ জমা হয়ে রয়েছে। সেগুলিকে সরানো হচ্ছে, যাতে আগুন আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে না পারে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা কাজে বেরিয়েছিলেন। খবর পেয়ে ছুটে এসে দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে। ওই বস্তিতে প্রায় ২ হাজারের বেশি ঘর ছিল বলে জানিয়েছেন তাঁরা। সকাল সকাল বস্তির বাসিন্দা প্রাপ্তবয়স্করা কাজে বেরিয়ে যান। ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, সেই নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। তবে মানুষ না থাকলেও, খাটালে ভিতরে গরু-বাছুর ছিল বলে জানা গিয়েছে। ঘিঞ্জি এলাকায় দমকলের ইঞ্জিন ঢুকতেও বেগ পেতে হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
What's Your Reaction?