Nadia : দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চলছিল মাটি কাটার কাজ : U Bangla TV

Nadia : দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চলছিল মাটি কাটার কাজ : U Bangla TV

Apr 13, 2024 - 14:51
 0  2

দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চলছিল মাটি কাটার কাজ। গোপন খবর পেয়ে তল্লাশি চালিয়ে একটি মাটি কাটার পোকলেন বাজেয়াপ্ত করল ভূমি রাজস্ব দপ্তরের প্রতিনিধি দল। এদিন জেলা প্রশাসনের সহযোগিতায় ঘটনাস্থলে হানা দেয় বিএলআরও। সেখান থেকেই উদ্ধার হয় ওই মাটি কাটার মেশিন। যদিও ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সকলেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে বি এল আর দপ্তরের কাছে খবর আসছিল নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ভান্ডার খোলা গ্রাম পঞ্চায়েতের হরানগর এলাকায় একটি জলাশয়ের পাশে বেআইনিভাবে মাটি কাটার কাজ চলছে।। ওই এলাকার সঞ্জয় মন্ডল এবং সাধন মন্ডল নামে দুই ব্যক্তি এই বেআইনি মাটি কাটার কাজের সঙ্গে যুক্ত। এর আগেও বি এল আর দপ্তরে তরফ থেকে এই দুই অভিযুক্তর নামে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয়। তা সত্ত্বেও প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই অভিযুক্তরা মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছিল। গতকাল সেখানেই হঠাৎ হানা দেয় বি এল আর এবং জেলা প্রশাসন। ঘটনাস্থল ছেড়ে অভিযুক্তরা পালিয়ে গেলেও মাটি কাটার মেশিনটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে কৃষ্ণনগর এক নম্বর ব্লকের বি এল আর তুহিন কুমার ঘোষ বলেন, দীর্ঘদিন ধরেই অভিযুক্তরা মাটি কাটার কাজ চালাচ্ছিল। এরপরে গতকাল আমরা ঘটনাস্থলে হানা দিয়ে বেআইনিভাবে মাটি কাটার মেশিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। রাতেই সবিস্তারে কোতোয়ালি থানায় একটি লিখিতভাবে বিষয়টি জানানো হয়। তবে যারা এই ঘটনার উপযুক্ত দোষী তাদের তদন্ত শুরু করেছে প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow