Jhargram: চিকিৎসা না করে আহত অসুস্থ হাতিকে জঙ্গলে ছাড়ার চেষ্টায় প্রশ্নের মুখে বনদফতর
হাতিকে জঙ্গলে ছাড়তে গিয়ে চরম বিক্ষোভ। একরকম তাড়া করে হাতি সমেত বনদফতরের কর্মী দের এলাকা ছাড়া করা হয়। মেদিনীপুর থেকে ধরা হাতি বেলপাহাড়ির ডাঙিকুসুম এ ছাড়তে গিয়ে চরম বিপাকে বনদফতর। কয়েক হাজার গ্রামবাসী হাতির গাড়ি ফরেষ্টের লোকজন কে লঠি সোটা নিয়ে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের বক্তব্য গত কয়েকদিন আগে বেলপাহাড়ি তে হাতির হামলায় যে তিনজন মারা গেছে সেটা বর্ধমান থেকে এনে বেলপাহাড়ি তে ছাড়া হাতি। তাই এই হাতি ছাড়লে ফের প্রান হানী হবেনা এটা বনদফতর কথা দিতে পারবে? প্রবল বিক্ষোভের কারণে পিছু হাটতে বাধ্য হতে হয় প্রশাসন কে। হাতি কে বেলপাহাড়ি তে ছাড়তে না পেরে অবশেষে জুওলজিকাল পার্কে ফিরিয়ে আানা হয়। তখন হাতির অবস্থাও কাহিল। পার্কে ডাক্তার দেখেন হাতিটি যথেষ্ট আহত। অবস্থাও খুব একটা ভালোনয়। আর এখানেই প্রশ্ন যে এত আহত হাতিকে কি ভাবে কোনো রকম চিকিৎসা না করে ছেড়ে দেওয়া হচ্ছিলো? এতে হাতিটার আরো আক্রমনাত্ত্বক হওয়ার সম্ভাবনা ছিলো। হাতির হামলায় ঝাড়গ্রামে মানুষের মৃত্যুর ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ এলাকাবাসী তার উপর বনদফতরের এই উদাসিন মনভাব একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে বনদফতর এর ভূমীকা নিয়ে। #youtube #mednipur #Jhargram
What's Your Reaction?