Jhargram : ব্রিটিশ আমলের বোমা উদ্ধার কৃষি জমিতে | U Bangla TV

Jhargram : ব্রিটিশ আমলের বোমা উদ্ধার কৃষি জমিতে | U Bangla TV

Jun 29, 2024 - 18:52
 0  2

ঝাড়গ্রামে চাষের জমিতে চাষ করার সময় উদ্ধার বোমা, স্বাধীনতার পূর্ববর্তী ইংরেজদের বোমা!
 কৌতূহল ও আতঙ্ক এলাকার মানুষজনের মধ‍্যে।
স্বস্তির বৃষ্টি নেমেছে বঙ্গে! বৃষ্টি পরেই চাষের কাজ শুরু করে চাষীরা। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের ভুলনপুর গ্ৰামের চাষের জমিতে ট্রাকটর দিয়ে চাষের সময় হঠাৎই দেখতে পান লোহার সিলিন্ডার আকারের বস্তু। বস্তুটি উপর থেকে মাটিতে ঢাকার কারণে প্রথমে বুঝতে পারেননি ।বস্তুটিকে কোদাল দিয়ে আঘাত করলে বোঝা যায় এটি একটি লোহার তৈরি। দীর্ঘদিন মাটির নিচে থাকার ফলে জং পড়ে গেছে। ট্রাক্টরের ড্রাইভার সহ চাষী প্রথমে স্তম্ভিত হয়ে পড়ে, জিনিসটি দেখার পর।  পরে তারা বুঝতে পারে, দীর্ঘ কুড়ি বছর আগে ওই ধরনের একটি লোহার বোমা পাওয়া গিয়েছিল। বোমা টিকে সেই সময় রাজ্য পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় বোম স্কোয়াডকে সঙ্গে নিষ্ক্রিয় করা হয়েছিল। এলাকার বাসিন্দা শ্যামাপ্রসাদ মন্ডল ও বিশ্বজিৎ রাউৎ জানান, এর অনেক পুরাতন গল্প রয়েছে। ১৯৪২ থেকে ৪৭ সালের সময় ইংরেজরা ব্যবহার করত এই ধরনের বোমা। আগেও অনেকবার এই ধরনের বোমা এখানে পাওয়া গিয়েছে।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow