Jalpaiguri : রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা শুরু : U Bangla TV

Jalpaiguri : রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা শুরু : U Bangla TV

Feb 1, 2024 - 19:02
 0  12

আগামী ২ তারিখ থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এবার জেলায় ৯৫ টি পরীক্ষা গ্রহন কেন্দ্র থেকে মোট ২৫ হাজার ৫০০ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। যা গত বছরের তুলনায় ৯০০ জন বেশী। শুধু তাই নয় গত বারের হিসাব অনুসারে এবার ৫০০ জন ছাত্র এবং ৪০০ জন ছাত্রী বেশী পরীক্ষায় বসতে চলেছে। তবে ইতিমধ্যে পরীক্ষার চুড়ান্ত প্রস্তুতি শেষ করা হয়েছে। অন্যদিকে গত বছরের থেকে এবার পরীক্ষার সময় দুই ঘন্টা এগিয়ে আনা হয়েছে। তাই জেলার প্রত্যন্ত এলাকা থেকে পরীক্ষার্থীরা যাতে সময় মতো পরীক্ষা গ্রহন কেন্দ্রে যেতে পারে, তার জন্য পর্যপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। এদিন মধ্যশিক্ষা পর্ষদের এবারের মাধ্যমিক পরীক্ষার জলপাইগুড়ি জেলার কনভেনার সুগত মুখার্জী বলেন, এবার জেলায় ১০,৭০০ জন ছাত্র এবং ১৪ ৮০০ জন ছাত্রী পরীক্ষায় বসতে চলেছে। এর মধ্যে কিছু ছাত্রছাত্রীকে প্রত্যন্ত বনবস্তি এলাকা থেকে জঙ্গলের মধ্যে দিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে। তাই গত বছরের ওই অপ্রীতিকর ঘটনার পরে এবছর বন দপ্তরের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সমস্ত এলাকা থেকে ছাত্রছাত্রীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হবে। এক্ষেত্রে বন কর্মীরা নিরাপত্তা দেবেন। অপরদিকে জলপাইগুড়ি শহরের ছয়টি পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব রয়েছে ফনিন্দ্র দেব বিদ্যালয়ের ওপর। এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক প্রকাশ কুন্ডু জানান, তার বিদ্যালয় সহ আরও পাঁচটি পরীক্ষা কেন্দ্রের মনিটরিং করার দায়িত্ব রয়েছে, তবে সব দিক থেকেই তারা প্রস্তুত । #jalpaiguri #jalpaigurinews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow