Jalpaiguri : মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবার বিশেষ উদ্যোগ : U Bangla TV

Jalpaiguri : মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবার বিশেষ উদ্যোগ : U Bangla TV

Feb 2, 2024 - 19:19
 0  3

ভারত-বাংলাদেশ‌ সীমান্তের প্রত্যন্ত গ্রামীণ এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবার বিশেষ উদ্যোগ নিল জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সীমান্ত এলাকায় পরীক্ষার্থীদের সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে ফ্রি টোটো পরিষেবা চালু‌ করলো‌ সংগঠনের সদস্যরা। আজ থেকে রাজ্য‌ জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের এই প্রথম পরীক্ষায় দিচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার অনেক ছাত্রছাত্রী। প্রত্যন্ত‌ গ্রামাঞ্চলের পরীক্ষার্থীদের যাতায়াতে কোন‌ও সমস্যা যাতে‌ না হয় এজন্য ফ্রি টোটো পরিষেবা চালু করেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বাংলাদেশ সীমান্ত এলাকার কুকুরজান উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের পরীক্ষা কেন্দ্র‌ রয়েছে জলপাইগুড়ির সদর ব্লকের বাহাদুর ঠুটাপাকুরি হাই স্কুলে। প্রায় ৯ কিলোমিটার‌ এই রাস্তা ফ্রি পরিষেবার মাধ্যমে দুস্থ ছাত্রদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। পরীক্ষার দিনগুলোতে এভাবেই ছাত্রদের‌ পরিষেবা দেওয়া হবে বলে জানান সংগঠনের কর্মকর্তা অঙ্কুর দাস। এই পরিষেবা পেয়ে ছাত্র ও অভিভাবকরা খুব খুশি। এদিন সকালে পরীক্ষা সেন্টারে এসে ছাত্রদেরকে হাতে কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের কর্মি সনেকা রায়। #jalpaiguri #jalpaigurinews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow