Jalpaiguri : নদীর চরে বাদাম চাষ : U Bangla TV

Jalpaiguri : নদীর চরে বাদাম চাষ : U Bangla TV

Jun 8, 2024 - 18:29
 0  9

তিস্তা নদীর চরে বাদাম চাষ এবার খুব একটা লাভ জনক হবে না বলেই ধারণা একাংশ বাদাম চাষীর। উল্লেখ্য, প্রতিবছরই তিস্তা নদীর চরে ব্যাপক হারে বাদাম চাষ করেন স্থানীয় কৃষকরা। এখানকার বাদাম এরাজ্যের পাশাপাশি অন্যান্য রাজ্যেও পাড়ি দেয় বলে দাবি। কিন্তু এ বছর আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে বাদাম চাষে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে বলে জানান স্থানীয় কৃষকরা। জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর এক নম্বর স্পার সংলগ্ন নদীর চরে দেখা গেল কৃষকরা জমি থেকে বাদাম তুলছেন। কথা প্রসঙ্গে তারা জানালেন এ বছর বাদামের উৎপাদন তেমন নেই, কেননা যে সময় বৃষ্টির দরকার ছিল, সেই সময় বৃষ্টি হয়নি। অত্যাধিক তাপমাত্রা ফলে বাদাম চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য গাছের মধ্যে এমন কিছু গাছ রয়েছে যেখানে বাদাম একেবারেই হয়নি। ফলে স্বাভাবিকভাবেই তারা দুশ্চিন্তায় পড়েছেন বলে জানান। জলপাইগুড়ি তিস্তা নদীর চরে বাদাম চাষ কৃষকদের অর্থনৈতিকভাবে সামলম্বী হওয়ার অন্যতম ভিত্তি। কিন্তু আবহাওয়ার কারণে যেভাবে বাদাম চাষে এ বছর ক্ষতি হয়েছে সেক্ষেত্রে কতটা তারা লাভ করতে পারবেন তা নিয়েই এখনো তাদের দুশ্চিন্তা কাটছে না | #jalpaiguri #jalpaigurinews #newstoday #banglanews #field  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow