Jalpaiguri | তিনটি দুর্গা পুজো কমিটিকে পুরস্কৃত করা হল জেলা পুলিশের তরফে | U Bangla TV
Jalpaiguri | তিনটি দুর্গা পুজো কমিটিকে পুরস্কৃত করা হল জেলা পুলিশের তরফে | U Bangla TV
জলপাইগুড়ি জেলার তিনটি দুর্গা পুজো কমিটিকে 'সেফ ড্রাইভ সেভ লাইভ' নিয়ে পুরস্কৃত করা হল জেলা পুলিশের তরফে। শনিবার পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে । এদিন তিনটি পুজো কমিটি'র প্রতিনিধিদের ট্রফি, ২৫ হাজার টাকার চেক ও মিষ্টি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গনপত, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, ডিএসপি (ট্রাফিক) অরিন্দম পাল চৌধুরী, ডিএসপি (ডিআইবি) মানবেন্দ্র দাস, ডিএসপি (ক্রাইম) বিক্রমজিৎ লামা। পুজো কমিটি গুলি হল ময়নাগুড়ি ব্লকের টেকাটুলির কালীরহাট মোড়ের হরিমন্দির সর্বজনীন দুর্গা পুজো কমিটি, জলপাইগুড়ি মহুরিপাড়া সর্বজনীন দুর্গা পুজো কমিটি ও রাজগঞ্জের পাতিলাভাষা কদমতলা সর্বজনীন দুর্গা পুজো কমিটি। উল্লেখ্য প্রত্যেক পুজো কমিটি দুর্গা পুজোর মণ্ডপে সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে অভিনবভাবে সচেতনতা প্রচার করেছিল। জেলা পুলিশের প্রতিনিধিরা প্রত্যেক পুজো মণ্ডপে সরজমিয়ে পরিদর্শন করেন। এরপরেই তিনটি ব্লকের তিনটি পুজো কমিটিতে পুরস্কৃত করা হল। জেলা পুলিশ সুপার খান্ডবহালে উমেশ গনপত বলেন,"দুর্গা পুজোর সময় সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে তিনটি বিভাগের তিনটি পুজো কমিটিকে পুরস্কৃত করা হল।"
What's Your Reaction?