Jalpaiguri : কুড়মিরা আদিবাসী নয়,,,, দাবী : U Bangla TV

Jalpaiguri : কুড়মিরা আদিবাসী নয়,,,, দাবী : U Bangla TV

Jan 24, 2024 - 19:15
 0  5

কুড়মিরা আদিবাসী নয়,,,, দাবী।অ-আদিবাসীদের দেওয়া হচ্ছে এস টি সার্টিফিকেট, বিক্ষোভ জলপাইগুড়ি জেলায় ।বুধবার আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে রাজ্য জুড়ে জেলা শাসকের কার্যালয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলো জলপাইগুড়ি।এদিন সংগঠণের সদস্যেরা পি ডাব্লিউ ডি মোড় থেকে মিছিল করে অফিস পাড়ায় পৌছে জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পরেন।এই প্রসঙ্গে সংগঠণের অন্যতম সদস্য অধ্যাপক শিশির সিং বলেন, পশ্চিমবঙ্গে যারা আদিবাসী নয় তাদের আদিবাসী বানিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়ে আজ তাদের ২৮ টি সংগঠনের মধ্যে আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিস্তারিত ভাবে জেলা শাসককে জানাতে এসেছেন। অপরদিকে বুধবারের এই আন্দোলনের অন্যতম নেতৃত্ব তথা তৃণমুল কংগ্রেস দলের প্রাক্তণ পঞ্চায়েত প্রধানের দায়িত্ব পালন করে আশা প্রধান হেমব্রম, তিনি বলেন।এই দেশে তাদের চল্লিশটি জনগোষ্ঠী আছে, কিন্তু এখানে যাদের অধিবাসী সার্টিফিকেট দেওয়া হচ্ছে তারা প্রকৃত আদিবাসী নয়। #jalpaiguri #jalpaigurinews #banglanews #newstoday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow