Jalpaiguri : হোম ভোটিং প্রসেস : U Bangla TV

Jalpaiguri : হোম ভোটিং প্রসেস : U Bangla TV

Apr 8, 2024 - 18:42
 0  4

হাতেগোনা কয়েকদিন বাদেই লোকসভা নির্বাচন শুরু। প্রথম দফায় আগামী ১৯ এপ্রিল ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। এবার চালু হয়েছে বাড়িতে বসে ভোটদান বা হোম ভোটিং প্রসেস। প্রথম দফার ক্ষেত্রে গত ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে বাড়িতে গিয়ে ভোট নেওয়ার পর্ব। চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। উত্তরবঙ্গের তিন জেলার সঙ্গে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকেও হোম ভোটিং প্রসেস চলছে। একজন রিটার্নিং অফিসার তার সহযোগীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট নিতে শুরু করেছেন। সোমবার এরকম ভোট নিতে দেখা গেল রাজগঞ্জের সাহুডাঙ্গি এলাকায়। জানা গিয়েছে, ৮৫ বছর বয়সের বেশি প্রবীণরা এবং অন্তত ৪০ শতাংশ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি, পুলিশ, দমকল, রেলকর্মী সহ এধরনের ১৮টি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত লোকজন এই সুযোগ পাবেন। যাঁরা বাড়ি বসে ভোট দিতে চান, তাঁদেরকে আগাম নির্দিষ্ট ফরমায় আবেদন করতে হবে। সেই আবেদন গৃহীত হলে দু’‌জন নির্বাচনী অফিসার যাবেন ভোটগ্রহণ করতে। এদের মধ্যে একজন রিটার্নিং অফিসার, একজন ভিডিয়োগ্রাফার এবং নিরাপত্তারক্ষী থাকবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow