Jalpaiguri : নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল
Jalpaiguri : নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল
সম্প্রতি শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করল অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটি ও কংগ্রেসের আইনজীবী সেল। উভয় কমিটির পক্ষ থেকে এদিন জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে একটি বিক্ষোভ মিছিল করা হয়। পরে আদালতের প্রবেশ পথে দাড়িয়ে কমিটির সদস্যরা পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে নিয়ে বক্তব্য পেশ করেন। সদস্যরা, দাবি করেন এবার প্রহসনের পঞ্চায়েত নির্বাচন হয়েছে। তাই এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন করতে হবে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে। অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক শংকর দে বলেন, আজ দুপুর ১.৩০ থেকে রাজ্যের সমস্ত আদালতে এই কর্মসূচি পালন হল। নির্বাচনে ব্যাপক ছাপ্পা, রিগিং, ব্যালট খেয়ে ফেলা, ব্যালট বক্স চুরি ও গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে। ফের নির্বাচনের দাবি জানিয়েছেন শংকর বাবু।অন্যদিকে কংগ্রেসের আইনজীবী সেলের সভাপতি নির্মল ঘোষ দস্তিদার বলেন, পঞ্চায়েত নির্বাচনের যে সন্ত্রাস হয়েছে তার প্রতিবাদেই আমরা আজ এই ধিক্কার কর্মসূচি পালন করলাম। #breakingnews #newstoday #jalpaiguri #panchayatelection #westbengal #banglanews #newslive @ubanglatvofficial
What's Your Reaction?