Howrah : প্রৌঢ়ত্বের দোরগোড়ায় পৌঁছনো মহানগরীর অন্যতম আইকন |
বয়স ৮০ বছরেরও বেশি। প্রৌঢ়ত্বের দোরগোড়ায় পৌঁছনো মহানগরীর অন্যতম আইকন এই হাওড়া ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা শুরু হচ্ছে এবার। আবার, প্রায় বছর কুড়ি পরে। বুধবার এ খবর জানিয়েছেন সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কলকাতা বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রথেন্দ্র রমন।
ক’দিন আগে কলকাতা বন্দরের স্থায়ী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন ভারতীয় রেল পরিবহণ সার্ভিস বা আইআরটিএস আধিকারিক রমন।
প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বর্ষার পরই হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতুর স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত সমীক্ষা শুরু হবে। এই সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে আইআইটি-চেন্নাইকে। তারা সমীক্ষা করে সেতুর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট দেওয়ার পরই পরবর্তী পর্বে এগনো হবে।
What's Your Reaction?